Breaking : গড়িয়াহাটের বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে দমকলের ৭টি ইঞ্জিন

কলকাতা

অনুশ্রী পাড়ই, কলকাতা: বেশ কিছুদিন যাবৎ চোখে পড়ছে আগুন লাগার খবর। আজ শুক্রবার ফের একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো গড়িয়াহাটের ৬৮ নম্বর ওয়ার্ডের কাকুলিয়া বস্তিতে। আগুন লেগেছে ওই বস্তিতে।

আরও দেখুন: https://www.facebook.com/share/v/1533ADocN3/

জানা গেছে, এদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। স্বথানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। অপরদিকে, খবর পাওয়া মাত্রই, এলাকায় দমকলের ৭টি ইঞ্জিন এসে পৌঁছেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কাউন্সিলর আর বিধায়ক।

বস্তিতে আগুন নিভে গেলেও আগুনে ৬টি ঘড় সম্পূর্ন্য ভষ্মিভূত।কলকাতার মেয়র ঘটনা স্হলে এসে পরিদর্শন করেন এবং বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে থাকার ও ঘড় করে দেওয়ার আস্বাস দেন মেয়র ফিরহাদ হাকিম‌। ঠিক কি কারণে লাগলো এই আগুন তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসন।