নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৫ নভেম্বর অর্থাৎ পরের সপ্তাহ থেকেই শুরু হবে বিধানসভার শীতকালীন অধিবেশন। ওই দিনই তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক রদবদল নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে।
জানা গিয়েছে, ২৬ তারিখ সংবিধান দিবস নিয়ে দু’দিন ধরে আলোচনা হবে। ইউরোপের বিভিন্ন দেশ থেকে সরাসরি দমদম বিমানবন্দর পর্যন্ত বিমান চলাচল করা নিয়ে বিধানসভায় আলোচনা হবে। শুধু তাই নয়, এই প্রথম প্রাইভেট মেম্বার বিল এসেছে, এমনটাই জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই প্রাইভেট মেম্বার বিল এনেছেন বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ।
এরই মধ্যে বিধানসভায় তা জমা দিয়েছেন শঙ্কর ঘোষ। এরপরে তা যাবে আইন বিভাগের কাছে। তারপরে মুখ্যমন্ত্রীর কাছে। তারপরে তা যাবে রাজ্যপালের কাছে যাবে। পরপর ধাপ পেরিয়ে ছাড়পত্র মিললে তবেই বিধানসভার অধিবেশনে এই বিল আসবে। এই অধিবেশনে ওয়াক আউট করার অধিকার আছে বিরোধীদের।