নির্ভুল ভোটার তালিকা খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কমিশনের সচিব

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ জমা পড়েছিল ভোটার তালিকা নিয়ে। কিন্তু তারপরেও কমিশনের তৈরি করা ভোটার তালিকায় বিস্তর ভুল থাকার জন্য এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশেই কমিশনের প্রতিনিধিদের পাঠানোর। আর সেই মোতাবেক আগামী ২৫ নভেম্বর রাজ্যে আসছেন নির্বাচন কমিশনের সচিব সহ এক প্রতিনিধি দল।

নির্বাচন কমিশনের সচিব সৌম্যজিত ঘোষ সহ তিন জনের প্রতিনিধিদল। উত্তর কলকাতার জোড়াসাঁকো ও চৌরঙ্গী বিধানসভা এবং দক্ষিণ কলকাতার বন্দর বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম তোলা, সংশোধন ও পরিমার্জনের কাজ খতিয়ে দেখবেন সশরীরে এসে। দলে থাকবেন কমিশনের আন্ডার সেক্রেটারি দিলীপ কুমার মাহাতো ও অ্যাসিস্ট্যান্ট সেক্সশন অফিসার গোপাল চাহার। এখন দেখার বিষয় একটাই যে আগামী জানুয়ারী মাসে যে ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন তাতে কী একশো শতাংশই নির্ভুল হয় কিনা।