নিউজ পোল ব্যুরো: আইপিএলের নিলামে কে এই অপরূপ সুন্দরী? জানেন তাঁর পরিচয়? অপরূপা নজর কেড়েছিলেন সকলের, জানুন তাঁর পরিচয়
গতকাল সোমবার দুবাইয়ের জাড্ডায় চোখ ধাঁধানো আয়োজন ছিল আইপিএলের নিলাম অনুষ্ঠানে। এখানেই এক রূপবতী বার বার নজর কাড়ছিল সকলের। দর্শক মহলে যেন হিড়িক পড়ে গিয়েছিল যুবতীর পরিচয় নিয়ে। সকলের মনে একটাই প্রশ্ন, কে এই যুবতী? কেউ কেউ আন্দাজ করলেও পুরোপুরি পরিচয় জানতে পারেননি অনেকেই। সব মিলিয়ে তাঁকে ঘিরে যেন আলাদাই কৌতূহল জেগেছিল দর্শক মহলে।
আইপিএলে নিলামের বিগত বছরগুলিতে নজর সরানোই মুশকিল ছিল যার থেকে তিনি কাব্যা মারেনে। সানরাইজার্স হায়দ্রাবাদ এর অন্যতম কর্ণধার তিনি। কিন্তু এবার আরেক অপরূপার আগমন নিঃসন্দেহে নজর কেড়েছিল উপস্থিত থাকা প্রত্যেক ক্রীড়াপ্রেমীর। কোথায় বাড়ি? কোন দেশের এই সুন্দরী? জানতে আগ্রহী হয়ে উঠেছিলেন অনেকেই।
অনেকেই তাঁকে প্রথম দেখায় বানিয়ে দেন আর ‘ন্যাশনাল ক্রাশ’। তাঁর আসল পরিচয় জানলে অবাক হবেন আপনিও। বিদেশ নয়, তাঁর বাসস্থান ভারতেই। জন্মসূত্রে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলার কন্যা তিনি।
ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে গাঁটছড়া বাধেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ২০০১ সালে এই দম্পতির একটি ফুটফুটে কন্যা সন্তান জন্মায় যার নাম জাহ্নবী। এখন তাঁর বয়স মাত্র ২৩ বছর। তবে আইপিএলের নিলামে নিহাতই নতুন নয় এই সুন্দরী।
জানা যায় মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি আইপিএল নিলামের সঙ্গে যুক্ত। সূত্রের খবর নিলামে দর হাকা কনিষ্ঠতম ব্যক্তিত্ব এই অপরূপাই। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি এসব দিকেও বেশ উৎসাহ রয়েছে তাঁর। মুম্বইয়ের ভীরুভাই আম্বানি স্কুলে সেরা দশ পড়ুয়ার তালিকায় নাম ছিল তাঁর। এরপর পড়াশোনার জন্য তিনি পাড়ি দেন ইংল্যান্ডে। সেখান থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করেন আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের নিলামে মা জুহি চাওলার পাশাপাশি সুন্দরী মেয়ের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকের চোখেই তিনি এখন ‘ন্যাশনাল ক্রাশ’।