ভাঙড়ে আরাবুল ইসলামের গতিবিধিতে রাশ হাইকোর্টের

দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে ২ দিন, সোমবার ও বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম। দুদিনই পুলিশি নজরদারিতে থাকতে হবে তাকে। আরাবুল মামলায় এই নয়া নির্দেশ হয় বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে।

তবে এবার, জামিনের শর্ত খেলাপ করেছেন আরাবুল ইসলাম। শুধু তাই নয়, তিনি নাকি সাক্ষীকেও হুমকি দিয়েছেন। জিডি এন্ট্রি হয়েছে থানায়। আদালতের নির্দেশ অমন্য করে বিজয়গঞ্জ বাজার এলাকায় ঢুকেছেন আরাবুল। গতিবিধি নিয়ে নালিশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের৷
একাধিক মামলায় প্রায় ৫ মাস জেল খাটে আরাবুল ইসলাম। এরপর শর্ত সাপেক্ষে জামিন পেলেও ঢুকতে পারেননি বিজয়গঞ্জ বাজার এলাকায়।