শো-কজের উত্তর দিয়েও নিজের অবস্থানে অনড় হুমায়ুন

অপরাধ জেলা দেশ রাজনীতি

মৃণালকান্তি সরকার, কলকাতা: দলবিরোধী মন্তব্যের জন্য শোকজ করা হয়েছিল হুমায়ুন কবীরকে। আর সেই কারণে বিধানসভার দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির শো-কজের উত্তরে দলের কাছে লিখিত জবাব দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর। সূত্রের খবর, কংগ্রেস নেতার কাছে যে চিঠি পাঠানো হয়েছে তাতে লেখা রয়েছে, তিনি দলকে নিয়ে প্রকাশ্যে যে বক্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। যার জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন, তা জানাতে বেঁধে দেওয়া হয়েছে তিনদিনের সময়। আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ, পর পর তিন বার কোনও নেতা যদি একই ঘটনা ঘটান, তা হলে ওই নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে।তবে এখানেই শেষ নয়, তৃণমূল সূত্রে খবর, বিধানসভার বাইরে দাঁড়িয়ে হুমায়ুনের ওই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়তে হয়েছে দলীয় নেতৃত্বকে। তবে এই সমস্ত ঘটনাকে পাত্তা না দিয়ে শো-কজের জবাব দিয়ে ভরতপুরের বিধায়ক বুঝিয়ে দিলেন নিজের অবস্থানে তিনি এখনও অনড়।