নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য সমাপ্ত বিধানসভার উপ-নির্বাচনে জয়লাভ করে আসা ছয় বিধায়কের শপথ হবে আগামী সোমবার। বিধানসভায় সকাল ১১টায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস বলেই বিধানসভা সূত্রে খবর। তবে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না বলেই এখনও পর্যন্ত বিধানসভা সূত্রে খবর।