নিজস্ব প্রতিনিধি, ডায়মণ্ডহারবার : এবার অসহায় মানুষদের স্বার্থে নয়া উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জটিল অসুখ থেকে মুক্তি পেতে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার সূচনা। এমনই এক জনকল্যাণমূলক উদ্যোগ আজ শনিবার সূচনা করেন স্বয়ং তৃণমূল সেনাপতি নিজেই। নিজের কেন্দ্র থেকেই এক মাস ব্যাপী বিনামূল্যে আধুনিকতম চিকিৎসা পরিষেবার সূচনা করলেন তিনি। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য তাঁর এই নয়া উদ্যোগে খুশি সকলে। আজ, শনিবার আমতলায় সমন্বয় অডিটোরিয়ামে এই উদ্যোগের কথা ঘোষণা করলেন অভিষেক। যার পোশাকি নাম ‘ডক্টরস সামিট ২০২৪’। মূলত আর জি কর হাসপাতালের ঘটনার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির ভাবনা সামনে এনেছেন সাংসদ। যেখানে প্রথম দিনই রাজ্যের বিভিন্ন প্রান্তের মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে এক হাজারেরও বেশি ডাক্তারের সঙ্গে মুখোমুখি কথা বলতে চান তিনি। একমাসব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন কয়েক হাজার ডাক্তার। পরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই পর্যায়ক্রমে এই শিবির বসবে এমনটাই জানা যায় আজকের অনুষ্ঠান থেকে। এটি রোগীদের সঙ্গে মূলত ডাক্তারদের সমন্বয় সভা। স্বাভাবিকভাবেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের নানা বিষয়ে এই সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। প্রতিদিন ১০০টি করে শিবির হবে এই লোকসভা কেন্দ্রে। চলবে টানা একমাস। প্রতিটি বিধানসভায় যে শিবির হবে তা চলবে ১০ দিন। প্রতিটি বিধানসভায় অন্তত ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে আনুষ্ঠানিকভাবে আজ এমনটাই জানিয়েছেন তিনি।