নিজস্ব প্রতিনিধি,ভাঙড় : সোমবারের পর ফের আবারও ভাঙড়ের দুই পঞ্চায়েত সমিতিতে এলেন সমিতির সভাপতি আরাবুল ইসলাম। এদিন আরাবুল আসার অনেক আগে থেকেই পঞ্চায়েত সমিতিতে ঢুকে পড়েন তার বিরোধী নেতা পরিচিত খাইরুল ইসলাম ও অন্যান্য কর্মাধ্যক্ষরা। সকাল সাড়ে দশটা নাগাদ আরাবুল পঞ্চায়েত সমিতিতে ঢুকে বিডিওর ঘরে বসেন । আরাবুলসহ অন্যান্য নেতাদের গাড়ি চেকিং করে বিডিও অফিস চত্বরে ঢুকতে দেয় পুলিশ।
গেটের মুখে তেমন কিছু না পেলেও বিডিও অফিসের মধ্যে গাড়ি ঢুকতেই আরাবুলের গাড়ি দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। দেখা যায় গাড়ির ডিকিতে রাখা আছে কোদালের বাট এবং প্লাস্টিকের জলের পাইপ।
সূত্রের খবর , এদিন সকাল থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ বিভিন্ন মোড়ে নাকা তল্লাশি করার জন্য। আরাবুল সভাপতি পদে সক্রিয় হলেও পঞ্চায়েত সমিতির সদস্য বা কর্মাধ্যক্ষরা তেমন কেউ তার দিকে না থাকায় আপাতত কোণঠাসা আরাবুল ইসলাম। তবে আরাবুল ইসলাম জানান, সভাপতি চার্জ পাওয়ার পরে নিজস্ব ঘর পাওয়ার পরেও সেই ঘরে না বসেই পরিষেবা চালিয়ে যাচ্ছেন তিনি।