নিউজ পোল ব্যুরো: রান্না করতে করতে মসলা আনতে পাশের ঘরে গিয়েছিলেন মা। এসে দেখেন ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে। আচমকা শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখেন মাটিতে পড়ে রয়েছে ঘুঘনির কড়াই। আর সেই কড়াইয়ের মধ্যে পড়ে রয়েছে তার শিশুটির দেহ।
সত্যিই এ এক দুর্ভাগ্যজনক ঘটনা। ঘটনাটি বীরভূমের ধনঞ্জয়পুরের ঘটনা। খবর পাওয়া মাত্রই প্রতিবেশীরা দেড় বছরের শিশুটিকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা আর হলনা। প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল শিশুটির। হাসপাতালেই মৃত্যু হয় শিশুটির।
জানা গিয়েছে, শিশুটির মা ঘুঘনি বানিয়ে উনুন থেকে ফুটন্ত কড়াইটি নামিয়ে পাশের ঘরে যান মশলা আনতে। অসাবধানতবশত শিশুটিকে(আকসাম) রেখে যান গরম কড়াইটির পাশেই। হামাগুড়ি দিতে দিতে শিশুটি গরম কড়াইয়ে পড়ে যায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ময়নাতদন্ত হবে বর্ধমান মেডিক্যালের পুলিশ মর্গেই।