নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর: উপনির্বাচনের পর জেলা সফরে আজ যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। তার মধ্যে বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচি থাকছে।সূত্রের খবর, জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে দিঘা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পৌঁছেই মন্দিরের কাছে যাবেন তিনি, এবং পরদিন অর্থাৎ বুধবার গোটা মন্দির ঘুরে দেখবেন। কাজ ঠিক কতদূর এগোল টা খতিয়ে দেখবেন তিনি। এরপর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।প্রসঙ্গত, ২০২৪ সালের এপ্রিলে উদ্বোধন হতে পারে মন্দির। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও মন্দিরের উদ্বোধন হয়নি। গত সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেখামাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তারপরেই মন্দিন দর্শনে আসার সিদ্ধান্ত।