নিজস্ব প্রতিনিধি: কোন রাস্তায় কত গতিবেগ থাকবে তা খতিয়ে দেখতে রাজ্য সরকার তৈরি করবে স্পিড ম্যানেজমেন্ট পলিসি। শহরের পর গ্রামাঞ্চলে হচ্ছে একের পর এক দুর্ঘটনা। তবে এবার বড় রাস্তায় দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকার বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হচ্ছে বিশেষ ব্যাবস্থাও। কোন রাস্তায় কত গতিবেগ থাকবে তা খতিয়ে দেখতে রাজ্য সরকার তৈরি করবে স্পিড ম্যানেজমেন্ট পলিসি।
এই বিষয় নিয়ে মুখ্য সচিব মনোজ পন্থ রোড সেফটি কাউন্সিলের সঙ্গে বৈঠকও হয় একটি। নবান্নে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ন স্বরূপ নিগম, পূর্ত দপ্তরের সচিব অন্তর আচার্য, পঞ্চায়েত দপ্তরের সচিব উলগানাথন, পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন এবং ডিজি রাজীব কুমার। বৈঠকে মুখ্যসচিব জানিয়েছেন, একাধিক পদক্ষেপ গ্রহণের পরেও রাজ্যের কয়েকটি জেলায় ক্রমাগত দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। যেমন – কোচবিহার,ঝাড়গ্রামে ক্রমশই দুর্ঘটনার সংখ্যা কেন বাড়ছে সে ব্যপারে মুখ্যসচিবের প্রশ্নের মুখে পড়েন ওই জেলার পুলিশ ও প্রশাসনের কর্তারা।
সূত্রের খবর, ব্ল্যাকস্পট চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ । এই বৈঠকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির আওতায় প্রচারেও জোর দিতে বলা হয়েছে। বৈঠকের শেষে বাংলার বাড়ি প্রকল্পের অগ্রগতির সর্বশেষ রিপোর্টও পর্যালোচনা করেন।