নিউজপোল ব্যুরো: হাওয়া অফিস বলছে এইবছর শীত নতুন রেকর্ড করবে। আর শহরবাসী যখন হাড় কাঁপানো শীতে একেবারেই তৈরি শীতের এই আমেজকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে। তখন রীতিমতো নিজের শরীরী উষ্ণতাকে নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে প্রমাণ করে দিলেন শীতকে তিনিও তাঁর মতো করে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এখন থেকেই।
রাজ্যের মানুষ তাঁদের নিজের মতো করেই এই শীতকে উপভোগ করতে চলেছেন এখন থেকেই। আর তারই ভিন্নরূপ সকাল থেকেই রাজ্যবাসী দেখছে। পুলের ধারে বাহারি বিকিনিতে অভিনেত্রী মনামী ঘোষ তাঁর উষ্ণতার উত্তাপ ছড়িয়ে দিলেন ভক্তমহলে। সুইমিং পুলের পাশে বসে গায়ে শীতের রোদকে মেখে বিকিনি পড়ে ছবি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রাম পেজে।
যা নিয়ে রীতিমতো নেটিজেনদের মাঝে ঝড় উঠেছে। পাশাপাশি সকলেই রীতিমতো হামলে পরে ছবিতে মন্তব্য করতে শুরু করেছেন। যখন শহর কলকাতা সহ গোটা রাজ্য শীতের মধ্যে জবুথবু অবস্থায় কাঁপতে শুরু করেছে, তখন অভিনেত্রী মনামী ঘোষের পুলের ধারে এই ছবি সাড়া ফেলে দিয়েছে সকলের মনে।