পড়ে থাকা পুরভোট সামনের বছরেইঃ কমিশন

কলকাতা জেলা রাজনীতি রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- সামনের বছর ফের ভোট। হ্যাঁ, একদম তাই। রাজ্যের অনেক পৌরসভা ও পুরসভায় এখনও পর্যন্ত ভোট না হয়ে পড়ে আছে। আবার অনেকগুলো প্রশাসক বসিয়ে দিনের পর দিন কাজ চালানো হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন থেকে আগেই বার্তা দিয়েছিল নবান্নকে, এবার নবান্ন নিজেদের মধ্য়ে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে।

অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস চাইছে সামনের বছর এই পড়ে থাকা জায়গায় যদি নির্বাচন করানো যায় তাহলে ২০২৬ সালে বিধানসভা নির্চবাচনের সময় মানুষের মন জয় করতে আরও বেশি সুবিধা হবে। পাশাপাশি সদ্য সমাপ্ত লোকসভা ভোটের রেশকে ধরে রাখতে তাঁদের পক্ষে অনেক সহজ হবে। আর নির্বাচন হয়ে গেলে নাগরিক পরিষেবা দেওয়ার কাজটাও আরও অনেক ভালো হবে ফলে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই খুব একটা অসুবিধা হবে না রাজ্য়ের বর্তমান শাসকদলের। খুব সহজ করে বলতে গেলে তৃণমূল কংগ্রেস এই পুরসভার নির্বাচনকে সামনে রেখে একেবারেই কোমর বেঁধে নামতে চাইছে। ফলে এখনও পর্যন্ত একদিকে নবান্ন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে যা খবর শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফেও সেই একই খবর। সামনের বছরের শুরুর দিকেই এই পড়ে থাকা পৌরসভা ও পুরসভার ভোট করাতে চাইছে সকলেই। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর তাঁদের তরফে সবকাজ সারা, রাজ্য যেদিন চাইবে সেদিনই ভোট করাতে তাঁরা প্রস্তুত। শুধু নতুন ভোটার তালিকাকে এরমধ্যে ঢোকাতে হবে। ভোট হবে ইভিএমেই। তবে রাজ্যের পুলিশ ফোর্স দিয়ে ভোট করানো হবে নাকি আবারও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছুই। রাজ্য়ের এই প্রেক্ষাপটে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে শাসক ও বিরোধী দলের অবস্থা তা অনেকটা এইরকম –

ধূপগুড়ি পৌরসভা – ১৬ ওয়ার্ডের মধ্যে ১৫ ওয়ার্ড পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস।

দুর্গাপুর কর্পোরেশন – ৪২ ওয়ার্ডের মধ্যে ৩২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ১০’টা ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস।

হলদিয়া পৌরসভা– ২৯ ওয়ার্ডের মধ্যে মাত্র ছ’টায় এগিয়ে তৃণমূল কংগ্রেস৷ বাকি সব বিজেপি।

নলহাটি পৌরসভা – ১৬ ওয়ার্ডের মধ্যে ১০ ওয়ার্ড এগিয়ে তৃণমূল কংগ্রেস, ৬ ওয়ার্ডে এগিয়ে বিজেপি। সবকটিতেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

রায়গঞ্জ পৌরসভা – ২৭ ওয়ার্ড। সবকটিতে এগিয়ে বিজেপি। এর পরে অবশ্য উপনির্বাচনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস।

বুনিয়াদপুর পৌরসভা – ১৪ ওয়ার্ডের এই পুরসভায় বিজেপি এগিয়ে ১৩ ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস এগিয়ে মাত্র একটি ওয়ার্ডে।

কুপার্স ক্যাম্প পৌরসভা – ১২টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপি এগিয়ে ৯ টায় ও তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩’টে।

হাওড়া পুরসভা – সবকটি ওযার্ডেই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস|

শাসকদল তৃণমূল কংগ্রেস এবার শহরের মানুষের মন বুঝতেই বিধানসভা নির্বাচনের আগে তাই পৌরসভার নির্বাচন করাতে চাইছে। প্রস্তুতি যে থেমে নেই তা দলের অন্দরে কান পাতলেই পরিস্কার হয়ে যায়। এখন দেখার সামনের বছর যদি পড়ে থাকা এই পৌরসভা ও পুরসভা গুলোয় সত্যিই নির্বাচন হয় তাহলে সেখানে বিরোধীরা কতটা সমর্থ হবে নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে।