নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসছেন। মঙ্গলবার বিকেলে নবান্নের সভাঘরে প্রস্তাবিত ওই বৈঠকে অর্থ, পরিবহন, বিদ্যুৎ -সহ রাজ্যের মোট ১৭টি দফতরের শীর্ষ আধিকারিকদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দফতরের মন্ত্রীদেরও থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও স্থানীয় সাংসদ এবং বিধায়কদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। ওই বৈঠকের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা দেওয়ার সূচনা করবেন বলেও নবান্ন সূত্রে খবর।