সংখ্যালঘু মন্তব্যে ফিরহাদ হাকিমকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা রাজনীতি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সংখ্যালঘু – সংখ্যাগুরু মন্তব্য নিয়ে রাজ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। যার সূত্রপাত করেছেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সংখ্যালঘু মুখ হিসেবে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মুখ ফিরহাদ। সম্প্রতি একটি সংখ্যালঘু সম্প্রদায়ের অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের ফিরহাদ হাকিম বলেন, ‘সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরুর থেকেও বেশি সংখ্যাগুরু হয়ে যাবেন।’ আর এরপরেই তা নিয়ে ছড়ায় শোরগোল। এই মন্তব্যকে কেন্দ্র করেই সৃষ্টি হয় বিতর্কের। বিরোধীরা ফের সোচ্চার হয়ে ওঠে।
বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে কড়া সমালোচনা করা হচ্ছে ফিরহাদের এই মন্তব্যের বিরুদ্ধে। জানা যায়, বিরোধী দলগুলিও এই মন্তব্যে সাম্প্রদায়িকতাকেই প্রশ্রয় দেওয়া হয়েছে বলেই মন্তব্য করে। ফিরহাদ আরও বলেন, ‘যাই-ই ঘটুক আমাদের ধর্মের লোকেরা দেখি মোমবাতি নিয়ে মিছিল করে সুবিচারের দাবি করে এসেছেন। মিছিল করলেও সুবিচার মেলে না। এমন জায়গায় নিজেদের নিয়ে যেতে হবে এমন জায়গায় যেন সুবিচার চাওয়া নয়, আমরা সুবিচার দিতে পারি।’
এই মন্তব্যের প্রেক্ষিতে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাব মূর্তিতে আঘাত লাগায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশ এরই মধ্যে মনে করতে শুরু করেছে। সম্ভবত তিনি শরিয়ত আইন চালু করার দিকে ইঙ্গিত দিচ্ছেন বলেও অনেকের ধারণা। এই বিষয় নিয়ে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘হাকিম এমন এতটা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছেন যখন মুসলিমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে না, তাঁরা আইন হাতে তুলে নেবে। অর্থাৎ শরিয়ত আইনের দিকে ইঙ্গিত করছেন। যেমনটা চোপড়ায় তৃণমূল বিধায়ক মহিলাকে প্রকাশ্যে বেত্রাঘাতের পক্ষে সাফাই দিয়েছিলেন।’ গোপন সূত্রে আরও জানা যায় যে, ফিরহাদের বক্তব্যের ভিডিও ক্লিপসগুলিও নাকি দলনেত্রী তথে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে।
ফিরহাদ হাকিম যেহেতু তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য তাই এই মন্তব্যকে দল যে অনুমোদন করে না সেই বিষয়টিও তাঁকে জানিয়ে দেওয়া হয়। বেশ কিছুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে সামনে রেখে রাজ্যে তাঁর দলকে প্রতিষ্ঠা করেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও তিনি এই মন্তব্যের বিষয়টিকেও ভালো চোখে দেখেননি। তিনি সেটি ফিরহাদকে ভালো করে বুঝিয়েও দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে জানা যায়।