নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভিনদেশী এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক অ্যাপ নির্ভর বাইক চালকের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বাইক চালককে গ্রেফতার করল পুলিশ। ধৃত উবের অ্যাপের চালকের নাম সোমনাথ মহান্তি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ডের এক মহিলা কর্মসূত্রে সল্টলেক সুকান্ত নগরে ভাড়া থাকেন। গতকাল রবিবার ঠিক রাত ১১টা নাগাদ কলকাতার পিকনিক গার্ডেন থেকে নিজের এলাকায় সুকান্ত নগরের বাড়িতে ফেরার জন্যে একটি স্কুটি বুক করেন উবের অ্যাপ থেকে। কোনও ঝামেলা ছাড়াই পৌঁছে যান সুকান্ত নগরের বাড়িতে। ভাড়া হয় মাত্র ৭২ টাকা।
স্কুটি থেকে নামার পর মহিলা হেলমেট রেখে সোজা নিজের বাড়িতে চলে যান কারণ তাঁর কাছে খুচরো টাকা ছিল না। হয়তো খুচরো আনতেই গেছিলেন। তারপরেও ১৫মিনিট অপেক্ষা করার পর যখন মহিলা ভাড়া দিতে নিচে আসেননি, তখন চালক সোমনাথ মহান্তি ওই থাই মহিলার বাড়িতে টাকা চাওয়ার জন্যে চলে যান। তাঁর দোতলার ঘরে গিয়ে তিনি দেখেন, মহিলা জামা কাপড় বদলাচ্ছেন। হঠাৎ সেই সময় সোমনাথ জোর করে ঘরে ঢুকে যান, আর জোর করেই তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ মহিলার। যদিও মহিলা বাধা দেওয়ায় সে ব্যর্থ হয়।
এরপর থাইল্যান্ডবাসী মেয়েটি তাঁর বন্ধুকে নিয়ে আজ সোমবার দক্ষিণ বিধাননগর থানায় অভিযোগ দায়ের করে সব ঘটনা খুলে বলেন। অভিযোগের ভিত্তিতে স্কুটি চালক সোমনাথকে নরেন্দ্রপুর থেকে গ্রেফতার করে পুলিশ।