রবোটিক্স ক্লাশে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

breakingnews অপরাধ জেলা শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, হুগলি : স্কুলের রবোটিক্স ক্লাসে ছাত্রীকে খারাপ স্পর্শ শিক্ষকের! পুলিশের কাছে অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের।

জানা গেছে, মগড়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস ফাইভের এক ছাত্রীকে রবোটিক্স ক্লাসে খারাপ স্পর্শ করেন এক শিক্ষক। গত বুধবার এই ঘটনার পর ছাত্রীটি তাঁর মাকে বিষয়টি জানায়। পরের দিন ছাত্রীটির পরিবার ও কয়েকজন অভিভাবক মিলে স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানায়।

ছাত্রীর মায়ের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিষয়ে স্কুল কোনও ব্যবস্থা নেয়নি।এক অভিভাবকের অভিযোগ, ওই শিক্ষক আরও অনেক ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেছে।এমনকি ছাত্রদের সঙ্গেও খারাপ স্পর্শের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অথচ সেই শিক্ষককে স্কুলে রেখে দেওয়া হয়েছে! এবিষয়ে স্কুলে বলতে গেলে কোনও আলোচনা করতে চায়নি স্কুল কর্তৃপক্ষ।
তাই আজ সোমবার মগড়া থানায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবার। অভিভাবকরা চান, দোষী যেন আর কারোর সঙ্গে এইরূপ আচরণ করতে না পারে।

স্কুলের প্রিন্সিপাল কমলপ্রীত বলেন, ‘এই ঘটনা জানার পরেই অভিযুক্ত শিক্ষককে সরানো হয়েছে। আজ অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ম্যানেজমেন্টকে আবারও বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। বাচ্চারা আমাদের খুব প্রিয়।এই ঘটনা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।আমরা স্কুলে ভালো স্পর্শ খারাপ স্পর্শের ব্যাপারে বোঝাই মেয়েদের। ছাত্রীদের বলা হয় এমন কিছু হলে সরাসরি আমাদের জানাতে।এই ঘটনা স্কুল কখনই হালকা ভাবে নেবে না।’

হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ‘ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে।’