‘সর্ষের মধ্যেই আসল ভূত’! ভূত তাড়াতে ওঝার নিদান কুণালের

আইন আন্তর্জাতিক কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো,কলকাতা : ২০২৬ এর আগেই কড়া হুমকি তৃণমূল কংগ্রেসের। কিছু জায়গায় ভোটে পিছিয়ে থাকার কারণে বলা হয়, “সর্ষের মধ্যে ভূত”? ২৬-এ তাই ভাল ফলের জন্য ওঝার ওপর ভরসা। পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটের সাফল্যের জন্যে চিহ্নিত করা হয় সর্ষের মধ্যে ভূত। এই বিষয়কেই হাতিয়ার করে বাকি জায়গাতেও এগোতে চায় তৃণমূল কংগ্রেস।

দলীয় নির্দেশকে উপেক্ষা করে, কারা কারা বিরোধীদের সাহায্য করেছেন তা নিয়েও করা হচ্ছে তদন্ত। কারণ তাদের দূরে সরিয়ে রেখেই কাজ করতে চায় তৃণমূল। পাশাপাশি কে কে দলের পাশে থেকেও দলের ই ক্ষতি করছে তাঁদের সন্ধানে আছে শাসক দল।

সদ্য কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস।আর ঠিক এই জয়ের পরেই দলের অনেকেরই ভূমিকা তলিয়ে এসেছে। মনে করা হচ্ছে লোকসভা ভোটের ফলের পেছনেই রয়েছে এরাই। যারা দলে থেকেও দলের বিরুদ্ধে কাজ করে চলেছেন।

তাই আপাতত এদের বাদ দিয়েই চলতে চায় তৃণমূল। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, “ওঝা দিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। দেখুন না এবার কি হয়?” ব্যক্তিগত সূত্রে জানা যায় মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ একাধিক জেলাতেও একইভাবে নজর দিচ্ছে শাসকদল।