নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হয়েছে বিধাননগর মেলা, কিন্তু মেলার পরিচালনার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে, পুরো বোর্ডের অনুমোদন ছাড়াই একটি বেসরকারি সংস্থাকে ১.৬৭ কোটি টাকায় বরাত দেওয়া হয়েছে।
সূত্রের খবর, বিধাননগর পুরসভায় গত জুলাই মাস থেকে কোনো বোর্ড মিটিং হয়নি। ফলে মেলার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে বোর্ডের অনুমোদন নেওয়া হয়নি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, মেলা বেসরকারি হাতে তুলে দেওয়ার বিষয়টি তাঁর নজরের বাইরে ঘটেছে। তিনি স্পষ্টভাবে এই সিদ্ধান্ত না নিতে বলেছিলেন, কারণ বিধাননগর মেলা বরাবরই পুরসভার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে।
তবে অভিযোগ উঠেছে, বাড়তি লাভের আশায় মেলার দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত এই মেলাকে অবৈধ বলে বয়কটের ঘোষণা করেছেন।
এদিকে, মেলার সাব কমিটি থেকে ইস্তফা দিয়েছেন ২০ নম্বর ওয়ার্ডের প্রতিনিধি প্রসেনজিৎ নাগ। যদিও ইস্তফার কারণ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও। এমনকি এই বিষয়ে কথা বলতে চাননি তুলসি সিনহা রায়ও। বিশ্লেষকরা মনে করছেন, আর্থিক স্বার্থ, প্রশাসনিক অনিয়ম এবং আইনি জটিলতা পুরো বিষয়টিকে আরও ঘনীভূত করেছে।
নিউজ পোলের তরফে চেয়ারম্যান সব্যসাচী বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘এই বিষয় নিয়ে আমার কিছু জানা নেই। কারণ, আমি ওই প্রেস মিটে ছিলাম না। এই বিষয়ে যিনি বলেছেন তিনি অর্থাৎ নগরায়ন মন্ত্রী বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন। এছাড়াও বিষয়টি নিয়ে বলতে পারবেন মেয়র। তবে আমি আগেই বুঝতে পেরেছি, কিছু আইনি জটিলতা হতে পারে সেই জন্য আমি মেলাতে যাইনি। তবে আগামী দিনে বোর্ড মিটিং হলে সেখানে সকলের মন্তব্য শুনে আমার বক্তব্য জানাব।’