চলতি বছরেও জট খুলছে না ডি এ মামলার

কলকাতা জেলা দেশ রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৫ সালের জানুয়ারি মাসে ৭ তারিখে ফের এই ডি এ মামলা টি উঠতে চলেছে সুপ্রিম কোর্ট এ। এর আগে এখনো পর্যন্ত ১৩ বার সুপ্রিম কোর্ট এ ডেট পড়লেও তারা পিছিয়ে যায়। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ওবায়দুল হাসান। জাস্টিস ভট্টির এ ক্লাসে মামলা টি উঠতে চলেছে|

তবে এইদিনও আদতে কোনো সুরাহা মিলবে কিনা তা নিয়ে রীতিমত সন্ধিহান মামলাকারী রা দীর্ঘদিন ধরে লড়াই চালালেও আশা বাঁধছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ দেখেই ছাড়া হবে এই মামলার তাই অপেক্ষা এখন শুধু সময়ের। দিনের পর দিন রাতের পর কেটেছে কত প্রহর কত দিনরাত্রি তবু এখনও পর্যন্ত দেখা মেলেনি ডিএ-র| দিন যত গড়িয়ছে ততই যেন তীব্রতা ও আন্দোলনের ঝাঁজ বেড়েছে| গোটা রাজ্য জুড়ে আন্দোলন রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল গোটা রাজ্য়বাসীর| কিন্তু তারপরেও সরকারের টনক নড়াতে সক্ষম হননি এই যৌথমঞ্চের সরকারি কর্মচারীরা| তাঁদের দাবী ছিল,কেন্দ্রীয় সরকার যে হারে মহার্ঘ্যভাতা প্রদান করে তাঁদেরও সেই একই হারে মহার্ঘ্যভাতা প্রাদন করতে হবে| কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্য়ায় থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রী অনেক কথা ও কটু মন্তব্য করেন| তারপরেও আজও কোনো সুরাহা হয়নি এই আন্দোলনের| কখনও তাঁরা পেন ডাউন ধর্মঘটের পথে হেঁটেছেন তো কখনও আবার সম্পূর্ণ ধর্মঘটেই গিয়েছেন|

সরকারের পক্ষ থেকেও বারবার অনুরোধ করা হলেো তাতে কোনো ফল হয়নি| অন্যদিকে কলকাতা হাইকোর্টে মামলা করেন এই যৌথ মঞ্চের সরকারি কর্মচারীরা| একদিকে আন্দোলন,একদিকে অনশন আরেকদিকে কলকাতা হাই কোর্চে মামলা| রীতিমতো রাজ্য সরকারকে নাজেহাল করে ফেলেছিল এই যৌথমঞ্চের সরকারি কর্মচারীদের আন্দোলন| তারপর রাজ্য় সরকারের কোনোরকম সদুত্তর না পেয়ে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন| সুপ্রিম কোর্টেও দিনের পর দিন চলতে থাকে এই মামলা| তবুও তাঁরা কোনোভাবেই হতাশ হয়ে পড়েননি| তবে দুঃখের খবর একটাই যে চলতি বছরেও তাঁদের এই বকেয়া মহার্ঘ্য ভাতার কোনো সমাধান সূত্র বেরোয়নি| অগত্যা তাই এইবছরেও মিললো না বকেয়া মহার্ঘ্যভাতা| পরের বছর জানুয়ারী মাসে ফের এই মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে| তবে তাতেও যে এর একটা সুরাহা হয়ে যাবে এমন কথাও বলা যাচ্ছে না| তাই অপেক্ষা আর সময়ের ওপরেই ভরসা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না এই যৌথম়ঞ্চের সরকারী কর্মচারীদের|