নিজস্ব সংবাদদাতা, হাওড়া: গত ১৯ নভেম্বর কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে তবলাবাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশি তদন্তে জানা যায় অভিযুক্ত ভোলুর নাম। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় ভোলুকে।
আজ মূল অভিযুক্ত করমবীর ঈশ্বর জাঠ ওরফে ভোলুকে দিয়ে সেই ঘটনার পুনঃনির্মাণ করলো হাওড়া জি আর পি তদন্তকারী অফিসারেরা। আজ দুপুর নাগাদ কাটিহার এক্সপ্রেসের যে বগিতে ঘটনাটি ঘটেছিল সেখানে ভোলুকে নিয়ে যাওয়া হয়। সেদিন কি হয়েছিলো, কিভাবে খুনের ঘটনা ঘটলো সমস্ত কিছু তদন্তকারীদের দেখায় অভিযুক্ত।যার আনকাট ভিডিও রেকর্ডিং হয়।
এস আর পি হাওড়া পুস্পা জানান, ভোলু তার অপরাধের কথা স্বীকার করেছে। আজ ঘটনার পুনঃনির্মাণ করানো হয়।সমস্ত তথ্য প্রমান সংগ্ৰহ করে আদালতে দেওয়া হবে। একটাই উদ্দেশ্য অপরাধীর উপযুক্ত শাস্তি দেওয়া।
পুলিশ সূত্রে খবর, ভোলুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভোলুর ভয়াবহ অপরাধচক্রে সারা দেশ শিউরে উঠেছে। পুলিশ জানিয়েছে, হাওড়া আদালতে তাঁকে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়া হবে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করে এই অপরাধচক্রের কারণ ও অন্যান্য অপরাধের তথ্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।