নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় আছে বামন হয়ে চাঁদ দেখতে নেই কিন্তু বামন হয়ে চাঁদ দেখে ফেলেছে বাংলার ছেলে উজ্জ্বল বর্মন। যে সোশ্যাল মিডিয়াতে উজ্জ্বল ব্রো নামেই পরিচিত। কোচবিহারের অল্পবয়সী এই যুবক এখন সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে ইউটিউ যে তার প্রত্যেকটি ভিডিও মিলিয়নের ওপর ভিউয়ার্স।
আজকের এই উজ্জ্বল কিন্তু জন্ম থেকে লাখপতি ছিল না। অত্যন্ত অভাবের সংসারে মানুষ এই উজ্জ্বল ব্রো। ছোটবেলায় ঠিক মতো খাওয়া জুটতো না অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছে। আত্মীয় পরিজনদের কাছ থেকে পেয়েছে অনেক ধিক্কার ও অবহেলা। এক সময় মাকে বাঁচাতে গিয়ে সর্বসান্ত হতে হয়েছিল উজ্জ্বল ও তাঁর বাবাকে সব কিছু বিক্রি করে দিতে হয়েছিল।
অভাবের জন্য প্রাণের প্রিয় দাদাকে হারাতে হয়েছিল চিকিৎসার অভাবে। এমনকি প্রেমিকা ছেড়ে গিয়েছিল। এই অভাবের জন্য তাঁকে নানা গঞ্জনা শুনতে হয়েছিল। কিন্তু সেই ছেলে আজ সোশ্যাল মিডিয়ার হিরো। সম্প্রতি টলিউডের বিখ্যাত হিরো দেবের ইন্টারভিউ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা প্রায় ২০ মিলিয়ন ছাড়িয়েছে। মূলত সোশাল মিডিয়ায় কমেডি ভিডিও আপলোড করে থাকেন এই ইউটিউবার।
গরিব ছেলেটি আজ লাখপতি। তাঁর বর্তমান প্রেমিকাকে তাঁর ভিডিওতে মাঝে মাঝে দেখা যায়। এমনকি তাঁর বাবা ও মা তাঁর সঙ্গে ভিডিও বানায়। একসময় এই যুবক জোগাড়ে কাজ থেকে মাটি কাটা সমস্ত কাজ করেছেন। কিছু বছর আগে প্রথম একটি ইউটিউব চ্যানেল খোলেন। কিন্তু সেই চ্যানেলটি নষ্ট হয়ে যায় তারপর আর একটি চ্যানেল খোলেন প্রায় ২ বছর পর ইনকাম শুরু হয়। করোনার সময় কমেডি ভিডিও বানিয়ে কয়েক লক্ষ টাকা আয় করেন ইউটিউব থেকে।
যে ছেলেটা অভাবের জন্য অনেকগঞ্জনা শুনতে হয়েছে আজ সে কয়েক লক্ষ টাকার মালিক। গাড়ি থেকে বাড়ি সব কিছুই হয়েছে। আর তাঁর এই কঠোর পরিশ্রম আজ বহু মানুষকে অনুপ্রেরণা যোগায়। তিনি জানান, হাজার খারাপ পরিস্থিতির মধ্যে কখনও ভিডিও আপলোড করা ছাড়েনি। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে গেছেন। তিনি বলেন, কঠোর পরিশ্রম করে গেলে অবশ্যই ফল পাওয়া যায়। তাঁর এই জার্নিকে স্যালুট জানাই। এত অভাবে থেকেও জীবনে কিছু করা যায় তার জলজ্যান্ত প্রমাণ উজ্জ্বল ব্রো।