দেউলটি স্টেশনে রেল অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সকাল থেকেই রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। ফলে ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ ট্রেন যাত্রীদের। যদিও মাত্র আধঘণ্টার মধ্যে স্বাভাবিক হয় এই পরিষেবা। তবে এই আধঘণ্টা সময় অফিস টাইমে নষ্ট হওয়ায় ক্ষেপে ওঠেন নিত্যযাত্রীরা। রেলের পক্ষ থেকে কোনও সহায়তা না মেলায় ক্ষোভ বাড়তে থাকে।
নিত্যযাত্রীদের দাবি, শুধু বৃষ্টির দিন বলে নয়, হাওড়া খড়গপুর শাখায় নিত্যদিনই ৩০-৪০ মিনিট পর্যন্ত দেরিতে ট্রেন চলতে দেখা যায়। আবার রাতেও, হাওড়া থেকে ছাড়া ট্রেনকে বারবার দাঁড় করিয়ে দূরপাল্লার ট্রেনকে ছেড়ে দেওয়া হচ্ছে! এই ঘটনার ফলে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়। এমন কেন রোজ হবে? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে থাকেন নিত্যযাত্রীরা। আর তারপর তা পরিণত হয় রেল অবরোধে।
যাত্রীরা দেউলটি স্টেশনে রেল অবরোধ করতে শুরু করেন। একাধিক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শনিবার সকালে রেল অবরোধে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ট্রেন অবরোধের জেরে বেশ কিছু লোকাল ট্রেন দেরিতে চলছে বলেও খবর মিলেছ