অ্যাপ ক্যাবের ভাড়া কি শুধুই দূরত্বের উপর নির্ভর করে? সোশ্যাল মিডিয়ার পোস্টে শুরু বিতর্ক

কলকাতা দেশ প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আমরা প্রায়সই অ্যাপ ক্যাব ব্যবহার করি। আর এই অ্যাপ ক্যাবের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দূরত্বই একমাত্র কারণ, এটা আমরা সবাই জানি। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটা বড় বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মূল কথা হল, অ্যাপ ক্যাবের ভাড়া কি শুধুই দূরত্বের উপর নির্ভর করে? নাকি আরও অনেক কিছুর উপর নির্ভর করে?

কয়েকদিন আগে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দুট ফোন দেখা যাচ্ছিল। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল একই গন্তব্যে যাওয়ার জন্য দুটি ভিন্ন কোম্পানির ফোন থেকে অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, আইফোন থেকে বুক করলে ভাড়া অনেক বেশি দেখাচ্ছিল। এই ঘটনার পর থেকেই এই বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। অনেকেই বলছেন, অ্যাপ ক্যাব সংস্থাগুলি আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে বেশি ভাড়া নেয়।

এই বিষয়টি নিয়ে চেন্নাইয়ে একটা সমীক্ষাও করা হয়েছিল। এই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় সব ক্ষেত্রেই আইফোন ব্যবহারকারীদের কাছে বেশি ভাড়া নিচ্ছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এই বিতর্কের মাঝে ওলা এবং উবের মতো জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থাগুলির মতামত জানতে চাওয়া হয়। উবের জানিয়েছে, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে দূরত্ব, সময় এবং সেই সময় গাড়ির চাহিদা এই তিনটি বিষয়কেই বিবেচনা করা হয়। ফোনের ডিভাইস ফ্যাক্টর কোনো ভূমিকা পালন করে না। কিন্তু ওলা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ ইনস্টল করার সময় কিছু হার্ডওয়্যার ডেটা সংগ্রহ করা হয়। এই ডেটার ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হতে পারে। একে ডাইনামিক প্রাইসিং অ্যালগরিদম বলা হয়। আবার অনেকে বলছেন, গুগল ক্লাউড এআই-এর মতো মেশিন লার্নিং টুল ব্যবহার করে ফোনের ধরন, অ্যাপ ব্যবহারের ইতিহাস ইত্যাদির ভিত্তিতেও ভাড়া নির্ধারণ করা হতে পারে।

কিছু বিশেষজ্ঞের মতে, আমরাই এই বেশি ভাড়ার জন্য দায়ী। তাঁদের দাবি আমরা বারবার ভাড়া চেক করি কিংবা বেশি ভাড়ায় যাতায়াত করি। এই তথ্যগুলি সংগ্রহ করে অ্যাপ ক্যাব সংস্থাগুলি পরবর্তীতে আমাদের কাছে বেশি ভাড়া নির্ধারণ করতে পারে।