নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর: বড়দিন রাতে আনন্দের মাঝেই বিষাদের ছায়া পূর্ব মেদিনীপুরে। ফের রক্তাক্ত পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। বড়দিন রাতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে।
বড়দিনের রাতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে। নন্দীগ্রাম গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামে সক্রিয় তৃনমূল কর্মী মহাদেব বিসাই। বড়দিন রাতে তাকেই খুন।
তৃণমূল নেতৃত্বদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা এমন কর্মকাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কার্ষত উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে বৃন্দাবনচক এলাকায়।
জানা গেছে মৃত তৃণমূল কর্মী মহাদেব বিসাই ( ৪৭)। তার বাড়ী নন্দীগ্রাম থানার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক এলাকায়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী দীর্ঘক্ষন বিক্ষোভ দেখাতে থাকেন।
ঘটনার সূত্রপাত গত ১৫ দিন আগে। অভিযোগ তৃনমূল দল না করার জন্যই মহাদেব বিসাই’কে হুমকি দেয় ও মারধর করে স্থানীয় বিজেপি নেত্বয় থেকে কর্মী সর্মথকেরা বলে অভিযোগ। বুধবার গভীর রাতে তৃনমূল কর্মী’কে খুন করে দোকানে ফেলে পালায় কে বা কারা। এরপরেই বৃহস্পতিবার সকালে মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাতে থাকে তৃনমূল নেত্বয় থেকে কর্মী সর্মথকেরা। ক্ষোভে ফেটে পরেন স্থানীয়রাও।
দাবি যতক্ষণ না পুলিশ আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেবে ততক্ষণ মৃতদেহ নিয়ে যেতে দেবেন না তাঁরা।
উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও নন্দীগ্রাম থানায় পুলিশের এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
পরিকল্পিতভাবে বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা আমাদের খুন করেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বরা। নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন ” সক্রিয় তৃণমূল কর্মী মহাদেব বিসাই’কে রাতে পিটিয়ে খুন করে দোকানের মধ্যে ফেলে পালায় বিজেপি নেতৃত্বরা। গত ১৫ দিন আগেও ওই তৃণমূল কর্মীর উপর হামলা হয়েছিল, এনিয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ জানিয়ে ছিলাম’।
এ বিষয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন বিষয়টি শুনেছি। খোঁজ খবর দেখছি’।