নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: গতকাল প্রশংসা আর আজই বদল! বদল করা হলো নন্দীগ্রামের আইসি। বছরের শেষে রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। মোট ২৮৫ জনের বদলি। যার মধ্যে বদলি করা হলো নন্দীগ্রাম-কাঁথির আইসিকেউ।
কিছুদিন আগেই রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছেন রাজীব কুমার। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধনধান্য অডিটোরিয়াম থেকে কলকাতা পুলিশের প্রশংসাও করেন।
বলেন, ‘কলকাতা নিরাপদতম শহর।’ সঙ্গে এও বলেন, তিনি আশাবাদী যে রাজীব কুমারের নেতৃত্বে বাংলাও খুব ভাল কাজ করবে। আচমকা সেই আইসির বদলিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন ওয়াকিবহাল মহল। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, পুরোটাই রুটিন বদলি।
পাশাপাশি খবর পাওয়া গিয়েছে বদল হয়েছে কাছেপিঠের আরেক থানাতেও। কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাসকে পাঠানো হচ্ছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। অন্যদিকে জগদ্দলের আইসি প্রদীপ কুমার দানকে আনা হচ্ছে কাঁথি থানার দায়িত্বে। এছাড়া বাঁকুড়ার বারিকুল থেকে এগরার আইসি হয়ে আসছেন অরুণ কুমার খান। এগরা থানার বর্তমান আইসি স্বপন গোস্বামীকে জেলা ডিআইবিতে পাঠানো হল। এছাড়াও আরও একগুচ্ছ বদল করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা সহ অন্যান্য জায়গাতেও।