বছর শেষে সিইও’র ভার নিলেন দিব্যেন্দু দাস

কলকাতা জেলা রাজনীতি রাজ্য

মৃণাল সরকার, কলকাতা:- অবসর গ্রহণ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে তিনজনের নামের যে তালিকা পাঠাতে হয় তা পাঠানো হয়নি। ফলে এই মুহূর্তে সংশ্লিষ্ট দফতরের যিনি বরিষ্ঠ আইএএস অফিসার আছেন তাঁর কাছেই দায়িত্বভার তুলে দিয়ে যেতে হবে প্রাক্তন সিইওকে। এমতাবস্থায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বরিষ্ঠ আইএএস অফিসার হিসেবে দিব্যেন্দু দাস এই দায়িত্বভার গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যতদিন না পর্যন্ত নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক নিযুক্ত হচ্ছেন ততদিন পর্যন্ত দিব্যেন্দু দাসই ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবেই কার্যভার সামলাবেন।

দীর্ঘ প্রায় আট বছর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে আসীন থেকে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছেন আরিজ আফতাব। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ভবিষ্যতে তিনি কি করবেন তা এখনও পর্যন্ত ঠিক করেননি। তবে সূত্রের খবর নিজের পড়াশোনার মধ্যেই বাকি জীবন কাটাবেন বলেই ঠিক করেছেন তিনি। পাশাপাশি তিনি জানান নিয়ম অনুযায়ী তিনজনের নামের যে তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো দরকার তা রাজ্য সরকার এখনও পর্যন্ত পাঠায়নি। দীর্ঘদিন কাজ করার পর তিনি জানান সব অফিসার এবং কর্মচারীদের ব্যবহারে তিনি অত্যন্ত খুশি যার ফলে এত সুন্দর ভাবে সবকিছু পরিচালনা করতে তাঁর সুবিধা হয়েছে।