নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ বর্ষবরণের রাতে ফোন করে বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল বন্ধুদের বিরুদ্ধে। মৃত যুবক সুব্রত মাজি। পুলিশের অনুমান,তাঁর বন্ধুরাই এই কাজ করেছে। ঘটনার প্রায় দু সপ্তাহ পর মৃত্যুঞ্জয় মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রফতার করা হল। তদন্তকারীরা তেলেঙ্গানা থেকে গ্রেফতার করলেন অভিযুক্তকে।
৩১ ডিসেম্বর রাত ১০ টা নাগাদ সুব্রতকে তাঁর এক বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। গভীর রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেদিন দুপুরেই বিধাননগর হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে তাঁকে পিটিয়ে মারারই অভিযোগ উঠেছে।
বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে একজন অভিযুক্তকে আটক করেছিল। তবে এই ঘটনার পর থেকে মূল অভিযুক্ত মৃত্যুঞ্জয় মণ্ডল পলাতক ছিল। তাঁকে খুঁজতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত পুলিশের জালে পলাতক যুবক। সুত্রের খবর, কলকাতা থেকে তেলেঙ্গানায় গা ঢাকা দিয়েছিলেন যুবক। মঙ্গলবার সকালেই ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। ঘটনায় এখনও অবধি গ্রেফতার মূল অভিযুক্ত সহ পাঁচজন