মকর সংক্রান্তিতে সাগরে ঢল পুণ্যার্থীদের, এখনও পর্যন্ত মৃত তিন

জেলা রাজ্য সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি,গঙ্গাসাগর: প্রতি বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষ্যে বিশাল মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দেশ-বিদেশ থেকে পুন্যার্থীরা অংশ নিতে আসেন। মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত রয়েছে মকর সংক্রান্তির শাহীস্নানের সময়। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই সাগর স্নানে এসেছেন পুণ্যার্থীরা। সংক্রান্তি তিথির ভিড় এড়াতেই তাঁরা আগে থেকে সাগর স্নান সেরে কপিল মুনির মন্দিরে পুজো দিচ্ছেন। তবে এখনও পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রবিবার মৃত্যু হয়েছিল উত্তর প্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারির। সোমবার সকালে আরও দু’জনের মৃত্যু হয়েছে।

এবার মহাকুম্ভের কারণে সাগর মেলায় তুলনামূলক ভাবে ভিড় কম হওয়ার কথা। সাধু সন্তরাও যথেষ্ট পরিমাণে কম এসেছেন মহাকুম্ভের কারণে। কিন্তু পুণ্যার্থীদের ভিড় এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে।

প্রশাসন জানিয়েছে ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এরই মধ্যে ৪২ লক্ষ মানুষ গঙ্গাসাগরে এসেছেন। আজ আরও মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষে মেলায় আসবেন বলেই আশাবাদী দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আর এই বিপুল পরিমাণ মানুষকে সামাল দিতে যথেষ্ট তৎপর পুলিশ প্রশাসন। ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা যেমন বসানো হয়েছে, তেমনি মেগা কন্ট্রোল রুম থেকে কলকাতার আউটট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত নজরদারি চালানো হচ্ছে। সকাল থেকে শুরু হয়েছে পুর্ণ পুণ্যস্নান যা চলবে দুপুর পর্যন্ত। ভিড় এড়ানোর জন্য অনেক পুণ্যার্থী আগে থেকেই তাঁদের স্নান ও পূজা সম্পন্ন করেছেন। তবে সংক্রান্তির মূল সময়ে পুণ্যার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।