নিউজ পোল ব্যুরো, মালদা: মালদায় ফের শ্যুটআউট। এবার গুলিবিদ্ধ হলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সহ ২জন। রাস্তার শিলান্যাস করতে গিয়ে আততায়ীর গুলিতে কালিয়াচকে আততায়ীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ২ জন। সম্প্রতি জেলার সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় ফের মালদায় এ ধরনের ঘটনা ঘটল। শেষ পাওয়া খবর অনুযায়ী এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম হাসান শেখ। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। মঙ্গলবারের অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুলাল সরকার হত্যাকাণ্ডের এখনও দুই সপ্তাহ অতিক্রান্ত হয়নি। তার মধ্যেই আরও একজন তৃণমূল নেতা গুলিবিদ্ধ হলেন। আজ মঙ্গলবার সকালে শুট আউটের এই ঘটনাটি ঘটেছে কালিয়াচকের নয়াবস্তি এলাকায়। অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তাঁর সঙ্গীরা গিয়েছিলেন একটি রাস্তার কাজের শিলান্যাস করতে। সেই সময় বকুল শেখকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে খবর, বাইকে করে এসে বকুল শেখকে খুব কাছ থেকেই দুষ্কৃতীরা গুলি করে। এই ঘটনায় অঞ্চল সভাপতি ছাড়াও আরও দুই তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। গুরুতর জখম অবস্থায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বকুল শেখের অবস্থা আশঙ্কাজনক। কে বা কারা গুলি চালাল তা তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে এসেছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, সে সময় আচমকাই কয়েক জন দুষ্কৃতী হামলা চালায় বকুলের ওপরে। গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপরে পড়ে যান তিনি। এই ঘটনায় জখম হন আরও বেশ কয়েক জন।
ঘটনাস্থল থেকে বকুল সহ আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। হাসপাতাল সূত্রে খবর, দু’জনেরই অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কে বা কারা তাঁদের ওপর হামলা চালালেন, তা-ও জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কালিয়াচকে এদিন গুলি চালানোর ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।