গার্ডেনরিচের ছায়া, হেলে পড়ল চারতলা বাড়ি!

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের গার্ডেনরিচ কাণ্ডের ছায়া! দক্ষিণ কলকাতার বিদ্যাসাগর কলোনিতে আজ মঙ্গলবার হঠাৎই হেলে পড়ল একটি বহুতল। অল্পের জন্য রক্ষা পেলেন বাসিন্দারা। জানা গেছে, পুরসভাকে না জানিয়ে লোহার জ্যাক দিয়ে বহুতলটি উঁচু করতে যাওয়ার সময়েই এই বিপত্তি ঘটে। ঘটনার প্রেক্ষিতে বাড়ির মালিকদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌরসংস্থা। ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে অবস্থিত। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে তিন তলা ফ্ল্যাট বানানোর অনুমতি দেয় পুরসভা। কিন্তু অভিযোগ, সেই নিয়ম ভেঙে চার তলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িটি প্রায় ১০ বছর পুরনো। হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়ির উচ্চতা বাড়ানোর কাজ চলছিল। এর প্রেক্ষিতে বাড়িটি হেলে পড়ায় তা ভেঙে দেওয়া হতে পারে বলে কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে জানান হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে আপাতত কোনও বাসিন্দা ছিলেন না। তাই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। সেখানে কেউই আটকে নেই। তবে কী কারণে ওই ফ্ল্যাটবাড়িটি হেলে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার আবাসন বিভাগের আধিকারিকেরা।

স্থানীয়দের একাংশের দাবি, ‘শুভ অ্যাপার্টমেন্ট’ নামের ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ উঠেছে, এর পরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে শুরু করেন অনেকেই।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটবাড়ির প্রতিটি তলায় দু’টি করে ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটবাড়িটি এক দিকে হেলে যাওয়ায় গত ১৭ ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেন প্রোমোটার। সেই কারণে কোনও বাসিন্দাই আপাতত সেখানে থাকছিলেন না। ফ্ল্যাটবাড়ি হেলে যাওয়ার খবর শুনেই ভিড় করেন স্থানীয়রা।