নিউজ পোল ব্যুরো: মহাকুম্ভের মধ্যে ঘটে গেল আরেকটি ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার মহাকুম্ভে পুণ্যস্নান শেষে ফেরার সময় উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে বাসে আগুন লেগে পুড়ে মারা গেলেন এক পুণ্যার্থী। এই ঘটনায় বাসে থাকা বাকি ৪৯ জন পুণ্যার্থী প্রাণে বাঁচলেও, এক পুণ্যার্থী মারা গিয়েছেন।
সূত্রের খবর, প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান শেষে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি তেলেঙ্গানার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে মথুরার বৃন্দাবনে বাসে কোনোভাবে আগুন লেগে যায়। বাসের মধ্যে আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে এলে বাসের ভিতরে এক পুণ্যার্থীর মৃতদেহ মেলে। মৃত পুণ্যার্থীর নাম শীলম দ্রুপথ (৬০)। তিনি তেলেঙ্গানার নির্মল জেলার পালসি গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় বাসের অন্যান্য যাত্রীরা মন্দির দর্শনে গিয়েছিলেন, কিন্তু শীলম অসুস্থ থাকায় তাঁদের সঙ্গে যাননি এবং একাই বাসে ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, শীলম বাসের পিছনের সিটে বসে বিড়ি খাচ্ছিলেন এবং ওই বিড়ির আগুন থেকেই বাসে আগুন লেগে থাকতে পারে। এই ঘটনার খবর পেয়ে মথুরার জেলাশাসক শৈলেন্দ্র কুমার সিং সহ অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। বিড়ি থেকে আগুন লেগেছে নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানার চেষ্টা চলছে।