দোষী হলে ছাড় নেইঃ অভিষেক

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মেদিনীপুরের স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এরই মধ্যে মেদিনীপুর স্যালাইন কাণ্ড নিয়ে দুঃখ প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফলতায় সেবাশ্রম পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মেদিনীপুর কাণ্ড সহ একাধিক ইস্যু নিয়ে সরব হন তিনি।

এদিন মেদিনীপুর হাসপাতালে প্রসূতি মৃত্যু নিয়ে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘স্যালাইন কান্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কেউ দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক বা কারও গাফিলতি প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তি মিলবেই। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্তও চলছে। রাজ্য সরকারও বিষয়টি দেখছে এবং তদন্ত শুরু করেছে।’

পাশাপাশি, রাজ্য সরকার যে অন্যায়ের প্রতিবাদ করে তা ফের রাজ্যবাসীকে মনে করিয়ে দেন সাংসদ। এদিন আরজিকর কাণ্ড নিয়েও বলেন, রাজ্য সরকার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। কিন্তু সিবিআইয়ের সেই তদন্ত করতে পাঁচ মাস লাগলো। রাজ্য সরকারের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের সময় সন্তান জন্ম দেওয়া এক প্রসূতির মৃত্যু ঘটে। সঙ্গে আরও তিন গর্ভবতী মহিলার অবস্থা আশঙ্কাজনক হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের কারণেই এমন ঘটনা ঘটেছে। ঘটনায় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। বিষয়টি খতিয়ে দেখছে সিআইডিও। পাশাপাশি এসএসকেএম হাসপাতালে আরও তিন আশঙ্কাজনক প্রসূতির চিকিৎসা চলছে।