নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ বাংলার মানুষের জন্য সুখবর। শুধুমাত্র দিনক্ষণেরই অপেক্ষা। এবার শিয়ালদহ থেকে বন্দেভারত ছুটবে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। বন্দেভারত যখন শুরু হয়েছিল অনেকেই বলেছিলেন এত ভাড়া দিয়ে ট্রেনে চাপতে হিমশিম খেতে হবে সবাইকে। এবার শিয়ালদহ থেকেও এই বন্দেভারত চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এরই মধ্যে পূর্ব রেলের ম্যানেজার থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা একপ্রকার যেমন সব কাজ সেরে ফেলেছেন ঠিক তেমনই সব কিছুর পরিদর্শনও করে ফেলেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। বাংলার নতুন বছরে মানুষের জন্য বন্দেভারত আসতে চলেছে যা চলবে শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে।
ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা টার্মিনালের কাছে কাশিপুরে একটি আধুনিক ডিপো তৈরী করা হবে। এরজন্য আনুমানিক খরচ ২৫০ কোটি টাকা। এই প্রকল্পকে বাস্তবায়িত করতে ৩ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে ছুটবে বন্দেভারত ভত্ত্রবঙ্গের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে বন্দেভারত এক্সপ্রেস হয়ে গেলে যাত্রীদের অনেক সুবিধা হবে। এই কথা ভেবেই এমন উদ্যোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বন্দেভারত চালু হওয়ার সময় অনেকের মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন সেই কৌতূহল কাটিয়েই যাত্রীরা চান বন্দেভারত এক্সপ্রেস আরও বাড়ুক। এই চাহিদার কথা মাথায় রেখেই একের পর এক বন্দে ভারতের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন রেল কর্তৃপক্ষ। এই মুহূর্তে হাওড়া-নিউ জলপাইগুড়ি,
হাওরা-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি,নিউ জলপাইগুড়ি-পাটনা,হাওড়া-রাঁচি,হাওড়া-ভাগলপুর,হাওড়া-গয়া ও হাওড়া-রৌরকেল্লা এই নয়টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসে চলে।