নিজস্ব প্রতিনিধি:- পাহাড় মানেই এক অন্য রকম আকর্ষণ। পাহাড়ি রাস্তায় ঘেরা প্রকৃতির কোলে যদি মেলে অ্যাডভেঞ্চারের সুযোগ, তবে সেই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম হতে বাধ্য। ভ্রমণপিপাসু এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এমনই এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে রোহিণীর অ্যাডভেঞ্চার হাব। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে রোহিণীতে তৈরী হয়েছে এমনই এক অ্যাডভেঞ্চার হাব, যা পর্যটকদের মন জয় করতে প্রস্তুত। শিলিগুড়ি থেকে মাত্র ২০ কিমি দূরত্বে অবস্থিত এই হাবটি প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য।
রোহিনী প্যারাগ্লাইডিং ও অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরী এই হাবটি পর্যটকদের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতার দরজা খুলে দিয়েছে। এখানে রয়েছে অ্যাডভেঞ্চারের একাধিক অপশন, যেমন – অফ-রোডিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন এটিভি গাড়ি চালিয়ে। রয়েছে পাহাড়ি ঝর্ণার পথে ট্রেকিংয়ের উত্তেজনা ও প্রাকৃতিক সৌন্দর্য্য একসঙ্গে উপভোগের সুযোগ। গভীর জঙ্গলের মাঝে দুপুরের খাবারের অভিজ্ঞতা নিতেই পারেন। এছাড়া রয়েছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। তাঁবু খাটিয়ে রাতের আকাশের নীচে প্রকৃতির সান্নিধ্যে থাকার মজাই আলাদা। রয়েছে প্যারাগ্লাইডিং করে পাহাড়ের ওপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য্য দেখার সুযোগ।
অ্যাসোসিয়েশনের তরফে শুভম গুরগিং জানান, বহু পর্যটক শুধু পাহাড়ে ঘুরে দেখার জন্য আসেন না, তাঁরা অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ উপভোগ করতে চান। এই চাহিদা থেকেই তৈরী হয়েছে এই হাব। এখানে পর্যটকদের মূল আকর্ষণ হল এটিভি (অল টেরেন ভেহিকল) গাড়ি করে অফ রোডিং। পাশাপাশি, নতুন ভাবে জিপলাইনিং-এর কাজও শুরু হয়েছে এবং তা কিছুদিনের মধ্যেই চালু হবে বলে জানান অ্যাডভেঞ্চার হাবের অন্যতম সদস্য প্রমোদ তামাং। পর্যটকদের এই নতুন উদ্যোগে স্বাগত জানিয়েছেন তাঁরা। শিলিগুড়ি বা এনজেপি থেকে কার্সিয়াং রোড ধরে রোহিনী পৌঁছতে পারবেন। জনপ্রতি ৫০-১০০ টাকায় শেয়ার কারের ব্যবস্থা রয়েছে। রোহিনী পৌঁছনোর পর কিছুটা পথ হেঁটে অতিক্রম করলেই আপনি পাবেন এই অ্যাডভেঞ্চার হাব।
এই অ্যাডভেঞ্চার হাবে রয়েছে একাধিক রোমাঞ্চকর কার্যকলাপ। ওয়াটারফল ট্রেকিং- জনপ্রতি ৫০ টাকার বিনিময়ে পর্যটকরা উপভোগ করতে পারেন মনোরম প্রাকৃতিক ঝরনার ট্রেকিং, এটিভি অফ রোডিং- ৩০০ টাকা জনপ্রতি খরচে এটিভি গাড়ি চালিয়ে পাহাড়ি পথের রোমাঞ্চ অনুভব করা যাবে, জঙ্গলে লাঞ্চ- ৫০০ টাকা প্রতি প্লেটের বিনিময়ে রয়েছে জঙ্গলের মধ্যে লাঞ্চ করার আয়োজন। ক্যাম্পিং- তাঁবু খাটিয়ে রাত কাটানোর ব্যবস্থাও রয়েছে, প্যারাগ্লাইডিং- আকাশে ওড়ার স্বপ্ন পূরণ করতে ৩৫০০ টাকার বিনিময়ে প্যারাগ্লাইডিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। এই অ্যাডভেঞ্চার হাব পাহাড়ি রোমাঞ্চপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতার সুযোগ এনে দিয়েছে। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং অ্যাডভেঞ্চারের রোমাঞ্চ একসঙ্গে উপভোগ করতে চাইলে রোহিনীর এই হাব আপনার জন্য সেরা জায়গা হতে পারে।