Kumbh Mela: মহাকুম্ভে ‘মাসল’ বাবা

breakingnews সংস্কৃতি স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: কাঁটা বাব,আইআইটি বাবা, চা ওয়ালা বাবার পর এবার কুম্ভমেলায় (Kumbh Mela) হাজির ‘মাসল বাবা’। যাকে কেউ চেনেন ‘মাসকুলার বাবা’ আবার ‘পেশি বাবা’ নামেও। গায়ের রং একেবারেই দুধ সাদা,হ্যান্ডসাম চেহারা,তাই খুব সহজেই নজর কেড়েছেন সকলের। এককথায় সুপুরুষ বাবার থেকে নজর যেন কেউই সরাতে পারছেন না। সকলের মনে একই কথা কে এই বাবা? কি তাঁর পরিচয়? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় (Kumbh Mela) হাজির এই ‘মাসল বাবা’।

Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো

এবারের মহাকুম্ভের মেলায় ভীড় জমিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। দেশের গণ্ডি ছাড়িয়ে এরই মধ্যে বিশ্বের বৃহত্তম সমাবেশ হওয়ার জন্য মহাকুম্ভ মেলায় আরও বেশি ভীড় জমছে প্রতিনিয়ত। আর সেখানেই এবার সব সাধু সন্তদের মধ্যে নজর কেড়েছেন এই ‘মাসকুলার বাবা’ বা ‘মাসল বাবা’।

https://www.facebook.com/share/p/14ntxvWaWn/

মাসল বাবার উচ্চতা সাত ফুট। ‘বাবা’র বাইরে তাঁর পরিচয় তিনি কুস্তিগীর। পরনে তাঁর গেরুয়া রঙের পোশাক, সঙ্গে একটি বড় ঝোলা, গলায় রুদ্রাক্ষের মালা এমনই অল্প সাজে যেন অপূর্ব তাঁর চেহারা। এক ঝলকে এমন বাবাকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। তাঁকে দেখে সোশ্যাল মিডিয়াতেও উঠেছে ঝড়। ভক্তদের মাঝে জোর চর্চার খোরাক এখন তিনি। অনেকেই আবার তাঁকে দেখামাত্রই উদ্বিগ্ন হয়ে উঠেছেন তাঁর পরিচয় জানতে। কোথায় তাঁর বসবাস প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সকলেই।

https://www.youtube.com/@newspolebangla

‘মাসল বাবা’র জন্ম আসলে রাশিয়ায়। বর্তমানে তাঁর বসবাস নেপালে। আজ থেকে প্রায় ৩০ বছর আগে হিন্দু ধর্ম নিয়ে চর্চা শুরু করেছিলেন তিনি, তখন থেকেই ধর্মের প্রতি জাগে আরও বেশি শ্রদ্ধা ও ভালোবাসা। শিক্ষকতা পেশাকে পিছনে ফেলে হিন্দুধর্ম প্রচারই জীবনের লক্ষ্য বানিয়েছিলেন তিনি। ‘মাসকুলার বাবা’-র একটি ছবি একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয় সেখান থেকেই প্রথম ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

কাঁটা বাব,আইআইটি বাবা, চা ওয়ালা বাবার পর এবার কুম্ভমেলায় (Kumbh Mela) হাজির ‘মাসল বাবা’। যাকে কেউ চেনেন ‘মাসকুলার বাবা’ আবার ‘পেশি বাবা’ নামেও। গায়ের রং একেবারেই দুধ সাদা,হ্যান্ডসাম চেহারা,তাই খুব সহজেই নজর কেড়েছেন সকলের। এককথায় সুপুরুষ বাবার থেকে নজর যেন কেউই সরাতে পারছেন না। সকলের মনে একই কথা কে এই বাবা? কি তাঁর পরিচয়? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ মেলায় (Kumbh Mela) হাজির এই ‘মাসল বাবা’।