নিউজ পোল ব্যুরো: ফের বাঘের আতঙ্ক মৈপীঠে (Maipit)। কেন বারবার মৈপীঠে বাঘ? তা নিয়ে আতঙ্কে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মৈপীঠের দেবীপুর সংলগ্ন এলাকায় বাঘ দেখতে পান স্থানীয়রা। বারবার মৈপীঠে (Maipit) বাঘের দেখা মেলায় আতঙ্কে স্থানীয়রা। এলাকায় নজরদারি শুরু করেছে বন দফতরের কর্মীরা।
Breakfast Tips: সুস্থ থাকতে সকালে এড়িয়ে চলুন এই সাধারণ ভুলগুলো
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘রাত তখন সাড়ে ৮। হঠাৎই একটা শব্দ শোনা যায়। দরজার বাইরে উঁকি মেরে দেখি বাঘ দাঁড়িয়ে মেঝে আঁচড়াচ্ছে। বাথরুমের দরজাতেও আওয়াজ করে পালিয়ে গেছে। আমরা সবাই দেখছিলাম। বাঘের আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে আমাদের।’ রাতেই বন দফতরকে খবর দেওয়া হলে বনকর্মীরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
গত রবিবারও একটি বাঘকে বনবিভাগ খাঁচায় বন্দি করে অন্যত্র ছেড়ে দেয়। কুলতলীর কিশোরীমোহনপুর এলাকায় বাঘের খবর পেয়েই নজরদারি শুরু করেছিল বন দফতর। চারিদিক জাল ফেলে জঙ্গল ঘিরে রেখেছিল। টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল একটি ছাগল। খাবারের খোঁজে রবিবার রাতেই ধরা দেয় বাঘ। তারপরেও গড়েকচকে বাঘের স্পষ্ট পায়ের ছাপ মেলে। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেয় বন্য আধিকারিকদের। খবর পেয়ে সেখানেও বন দফতরের কর্মীরা জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলেন এবং ট্র্যাক করে দেখেন বাঘ জঙ্গলে ফিরে গেছে। আবার শনিবার রাতে একই আতঙ্ক দেবীপুরের গ্রামে।
https://www.youtube.com/@newspolebangla
বন দফতর সূত্রে খবর, ঘন কুয়াশার ফলে বাঘ দিকভ্রষ্ট হচ্ছে। জঙ্গল থেকে বেরিয়ে নদীকে ভেবে নিচ্ছে খাঁড়ি। তারপর চিনতে না পেরে লোকালয়ের জঙ্গলে আশ্রয় নিচ্ছে। জঙ্গলে বিছিয়ে থাকা জালগুলো কেটে ফেলা হচ্ছে। এর ফলে জঙ্গলে বাঘের ঢোকা বেরনো সহজ হয়ে যাচ্ছে।