নিউজ পোল ব্যুরো: আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায় মঙ্গলবার মাটির নিচে পাইপলাইন বসানোর সময় মাটি ধসে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চার শ্রমিক চাপা পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত বলে জানান চিকিৎসকেরা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অপর এক শ্রমিকের। মঙ্গলবার রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের অধীনে পূর্ত দফতরের তত্ত্বাবধানে পাইপলাইন বসানোর কাজ চলছিল। ওই প্রকল্পের অংশ হিসেবে শ্রমিকেরা মাটি খুঁড়ে পাইপলাইন বসানোর কাজ করছিলেন। আচমকাই উপরের মাটি নরম হয়ে ধসে পড়ে। এতে চার শ্রমিক একসঙ্গে মাটির তলায় চাপা পড়েন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এবং অন্য শ্রমিকেরা উদ্ধারকাজ শুরু করেন। শাবল ও কোদালের সাহায্যে মাটি কাটার চেষ্টা করা হলেও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে জেসিবি মেশিন এনে মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করা হয়। আহত শ্রমিকদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা সেখানে পৌঁছে রাজ্জাক শেখ (২২), রোহিত শেখ উদ্দিন শেখ (১৮), এবং সামসুল শেখ (২০)-এর মৃত্যু নিশ্চিত করেন। ঝাড়খণ্ডের পাকুড় জেলার বাসিন্দা এই তিন জন। নীতেশ পাশওয়ান নামে অপর এক শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
দুর্ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা কাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসন ও প্রকল্পের দায়িত্বে থাকা পূর্ত দফতরের তরফে এই মর্মান্তিক ঘটনায় কীভাবে এমন পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।