নিউজ পোল ব্যুরোঃ নিউজপোল ব্যুরো: মাত্র ১০০ টাকায় হোটেল শুধু ছোট্ট দুটো শর্ত। পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেলের অদ্ভুত দুই শর্ত জানলে অবাক হবেন আপনিও। জানেন সেই শর্ত?
পরিবারের সঙ্গে ছুটিতে কাটাতে চান মুহূর্ত কিংবা বন্ধু-বান্ধবদের সাথে মজা যে কারণেই আপনি হোটেল ভাড়া নেন না কেন তার জন্য মানতে হবে দুটি নিয়ম। এমনকি প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গেও সময় কাটাতে গেলে মানতে হবে এই একই নিয়ম। যে নিয়ম শুরুতে অস্বস্তিবোধ হলেও একমাত্র উপায় হিসেবে মানতে হবে দুটি শর্ত স্বল্প খরচে রুম পেতে।বন্ধ করা যাবে না লাইট এবং বন্ধ করা যাবেনা লাইভ স্ট্রিমিং। এমনই অদ্ভুত চুক্তিতে হোটেল রুম দেওয়া হয় জাপানে।
এই ধরনের রুমগুলিতে ক্যামেরা লাগানো থাকবে যার মাধ্যমে হোটেল কর্তৃপক্ষ ২৪ ঘন্টাই দেখবেন লাইভ স্ট্রিমিং। অবশ্য এক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হবে শুধুমাত্র বাথরুম। একমাত্র সেখানেই লাগানো থাকবে না ক্যামেরা। অর্থাৎ একমাত্র বাথরুমের মধ্যে থাকলেই আপনার কথা কেউ শুনতে পাবে না বা দেখতে পাবে না আপনাকে। আপনি নিরাপদে কাটাতে পারবেন কেবলমাত্র সেইটুকু সময়।
এই রুমে থাকতে গেলে যে দ্বিতীয় শর্তটি মানতে হবে আপনাকে, তা হলো বন্ধ হবে না আলো। রুমের ভিতরে আপনি চাইলেই সব লাইট অফ করে দিতে পারবেন না। কোনভাবেই অনুমতি ছাড়া আলো বন্ধ করা যাবেনা ঘরের।
এরকমই স্বল্প খরচের হোটেল গুলোতে নিয়ম চালু করা হয়েছে জাপানে। জাপানের ফুকুওকা শহরে আসাহি রিওকান নামের হোটেলটি আপনিও পাবেন মাত্র ৮০ থেকে ১০০ টাকার মধ্যে যদি মানতে পারেন শর্ত।