করিনার সঙ্গে বাড়ি ফিরলেন সইফ

অপরাধ বিনোদন

নিউজ পোল ব্যুরো : পাঁচদিন পর লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলী খান। অভিনেতার বাড়ি ফেরার সময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী করিনা কাপুর ও কন্যা সারা আলী খানকে দেখা যায়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রী অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। তাঁকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসকদের কড়া নজরদারিতে থাকবেন তিনি। মঙ্গলবার সকাল ১১ টায় শর্মিলা ঠাকুরকে হাসপাতালে ঢুকতে দেখা যায়। তারপর আসেন করিনা কাপুর ও সারা আলী খান। কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই সাইফকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয়।

আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন অভিনেতা। স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শুরু করেছেন। বুধবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। পরের দিন অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ৩ দিন পরেই তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। এরপর ৫ দিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, হাসপাতাল থেকে ছুটির পর তিনি ও তাঁর পরিবার বান্দ্রাতেই থাকবেন তবে অন্য ফ্ল্যাটে থাকবেন। এরমধ্যেই তাঁর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় মুড়িয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাটের চারিপাশ। অন্যদিকে, সইফের পৈতৃক বাড়ি ‘পতৌদি প্যালেসে’ নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার ১৬ ফেব্রুয়ারী মাঝরাতে নিজের বাড়িতে হামলা হয় অভিনেতা সইফ আলী খানের ওপর। তাঁর ঘাড়ে,হাতে ও গলায় গভীর ক্ষত হয়। এরপর তাঁর ছেলে ইব্রাহিম তাঁকে অটো-রিকশা করে লীলাবতী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা জানান, অল্পের জন্য বড়ো বিপদ থেকে রাখা পেয়েছেন নবাব-পুত্র। পরদিন বৃহস্পতিবার তাঁর ঘাড়ে অস্ত্রোপচার করা হয়। অন্যদিকে, হামলার প্রায় ৭০ ঘন্টার মাথায় মুম্বই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ(৩০), বাড়ি বাংলাদেশ। দীর্ঘ জেরার পর ওই ব্যক্তি তাঁর দোষ স্বীকার করে নিয়েছে।