স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই দেখা মিলেছে বেলুড় মঠে ভক্তদের সমাগম। এদিন মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ, স্তবগান, বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়। অস্থায়ী মন্ডপেও সকাল থেকেই চলছে নানা অনুষ্ঠান।
স্বামীজীর ঘরেও সকাল থেকে চলছে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ, শাস্ত্রীয় সংগীত, যুগলবন্দী ও তবলা লহরা। আজ দুপুর তিনটেয় ধর্মসভা অনুষ্ঠিত হবে, যেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী উপস্থাপনা করা হবে। আজকের এই বিশেষ দিনে বেলুড় মঠের পক্ষ থেকে মা সারদা সদাব্রত ভবনে বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। বেলুড় মঠে বহু দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম লক্ষণীয়।