বন্ধ থাকবে রেল ও সড়ক যোগাযোগ

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আগামী কয়েক দিনের জন্য বালি ব্রিজ এবং শিয়ালদহ-ডানকুনি রেলপথে গুরুত্বপূর্ণ কাজের জন্য যান চলাচল ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে চলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৩ জানুয়ারি ভোর থেকে ২৭ জানুয়ারি ভোর পর্যন্ত এই নিয়ন্ত্রণবিধি কার্যকর থাকবে। ২২ জানুয়ারি রাত ১২টা থেকে বালি ব্রিজের একাংশ দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের জন্য এই কাজ করা হবে এবং তা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত। ব্রিজের যে লেন দিয়ে কলকাতাগামী যান চলাচল করে, তা খোলা রাখা হবে।

কলকাতা থেকে বালি হল্ট, দিল্লি রোড ও বোম্বে রোডগামী যান চলাচল বন্ধ থাকবে। বিকল্প রুট হিসেবে ডানকুনিগামী বাস ও গাড়ি নিবেদিতা সেতুর মাধ্যমে চলবে। তবে এই সেতু দিয়ে চলাচলকারী বাসগুলিকে টোল ট্যাক্স দিতে হবে না। বালি ব্রিজ ও বালি হল্ট স্টেশনের মধ্যবর্তী অংশে রেলের পুরনো লোহার গার্ডারগুলি বদলানোর কাজ করা হবে। এর জন্য ২৩ জানুয়ারি ভোর ৪টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই শাখার ২২ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হবে। শিয়ালদহ-ডানকুনি রুটে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে। কিন্তু যাত্রীদের ভোগান্তি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিবেদিতা সেতুর মাঝামাঝি একটি নির্দিষ্ট জায়গায় যাত্রীদের ওঠা-নামার ব্যবস্থা করা হবে। বাস থেকে নেমে যাত্রীরা যাতে সহজেই হাওড়া লাইনের ট্রেন ধরতে পারেন, তার জন্য রেলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময়কালে যাতায়াতকারী যাত্রীদের প্রশাসনের তরফে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ করা হয়েছে। এছাড়া কাজ চলাকালীন যাত্রীদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে।