সইফের নিরাপত্তায় বাঙালি অভিনেতা

বিনোদন

নিউজ পোল বিনোদন ব্যুরো : গত ১৬ জানুয়ারী বুধবার নিজের বাড়িতে হামলা চলে সইফ আলী খানের ওপর। সেই রাতেই গুরুতর জখম অবস্থায় তাঁকে লীলাবতী হাপাতালে ভর্তি করানো হয়। তার পরের দিন তাঁর অস্ত্রোপচার করা হয়। এর পাঁচদিন পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিনেতাকে অন্য একটি ফ্ল্যাটে শিফ্ট করানো হয়েছে। সেখানে কড়া নজরদারি বসানো হয়েছে। তাঁর পুরোনো দেহরক্ষীদের ছাঁটাই করে দেওয়া হয়। সইফের নিরাপত্তার দায়িত্ব পরে বাঙালি অভিনেতা রণিত রায়ের ওপর। ৫৯ বছরের অভিনেতা রণিতের মুম্বইতে একটি নিজস্ব সিকিউরিটি এজেন্সি রয়েছে।

মঙ্গলবার এই দায়িত্ব পেয়ে রণিত সংবাদমাধ্যমকে জানান, ‘সইফের এই কঠিন সময়ে আমি সবসময় তাঁর পাশে ছিলাম ও থাকব। আমি তাঁর সুরক্ষার দায়িত্বে রয়েছি। তবে এই বিষয়ে আর কোন তথ্য আমি দিতে পারব না।’ তিনি আরও বলেন, ‘আমি ও আমার টিম সবসময় সইফের সঙ্গে আছি। তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন।’ পাঁচদিন হাসপাতাল থেকে ফেরার পর সইফের অনেক ইন্ডাস্ট্রির বন্ধুরা তাঁকে দেখতে আসেন তাঁর বাড়িতে। রানি মুখোপাধ্যায়, সঞ্জয় দত্ত থেকে অনেক বন্ধুদের দেখা মিলেছে। হাসপাতালে ভর্তির সময় নিয়মিত দেখা মিলেছে অভিনেতার স্ত্রী করিনা কাপুরের। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সইফের বড়ো মেয়ে সারা আলী খানের।

সইফ বাড়ি ফেরার পর তাঁর নিরাপত্তা বলয় আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়ার সময়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। তাঁর হাতে চোটের চিহ্ন দেখা যায়। নীল জিন্স ও অদা শার্টে দেখা গেল অভিনেতাকে। চোখে কালো ফ্রেমের চশমা ছিল। হাসপাতাল থেকে বেরোনোর সময় হাত জোর করে অনুরাগীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান অভিনেতা। তিনি এখন বেশ কিছুদিন বিশ্রামে থাকবেন। পুরোপুরি সুস্থ হওয়ার পর কাজে ফিরবেন বলে সূত্রের খবর।