হার্টবিট কত রয়েছে সদ্যোজাতের

কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গর্ভে কেমন রয়েছে সন্তান? সন্তানের সুস্থতা নিয়ে অভিভাবকের চিন্তা থাকে জন্মানোর আগে থেকেই। জন্মের আগেও গর্ভস্থ শিশু কোনও সমস্যায় ভুগছে না তো? এই প্রশ্ন ভাবিয়ে তোলে প্রত্যেকটি মাকে। অন্যদিকে সন্তান গর্ভে থাকাকালীন হার্টবিট কত রয়েছে সেটা পর্যবেক্ষণ করাটা খুবই জরুরী। সন্তানের সুস্থতার খবর নিতে দম্পতিকে করাতে হয় নানান পরীক্ষা। সেই সময়ে শিশুর হার্টবিট কত রয়েছে সেটা বর্যবেক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়ে। নিখুঁতভাবে শিশু স্বাস্থ্য সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত নেওয়ার দেন চিকিৎসকেরাও। কিন্তু এরপরেও দেখা যায় পরীক্ষায় ধরা পড়ে না এমন বহু সমস্যা। সেই সমস্যা সমাধানেই এবার অন্য পন্থা।

এই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর পেতে স্টেথোস্কোপ যথেষ্ট নয় বলে মনে করছেন চিকিৎসকেরা। তাই এবার থেকে শিশুর সুস্থতা বুঝতে ব্যবহার করা হবে এক প্রকার বিশেষ যন্ত্র। এর নিখুঁত উত্তর পেতে বিশেষ যন্ত্রের মাধ্যমে করা হবে, যার নাম ‘কার্ডিওটোকোগ্রাফি’। যার আরেক নাম ‘ইলেকট্রনিক ফিটাল মনিটরিং’। কিন্তু এই যন্ত্রকে ব্যবহার করা হবে কিভাবে? সেটাই দুনিয়ার চিকিৎসকদের কাছে তুলে ধরলেন সিনিয়র চিকিৎসকরা।

বুধবার কলকাতা মেডিক্যাল কলেজে এই বিষয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণ করেন এসএসকেএম হাসপাতালে স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক
ডাঃ নারায়ণ জানা। ছিলেন প্রখ্যাত স্ত্রীলোক বিশেষজ্ঞ এবং অনুষ্ঠানের আয়োজক ইন্ডিয়ান সোসাইটি অফ পেরিনেটোলজি এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিনের কলকাতা চ্যাপ্টারের প্রেসিডেন্ট ডাঃ বিশ্বজ্যোতি গুহ, সেক্রেটারি ডাঃ তুলিকা ঝা প্রমুখ। এছাড়াও এই কর্মশালায় অংশগ্রহণ করেন স্নাতকোত্তর শিক্ষার্থী চিকিৎসকরা।