ফের বিচ্ছেদের গুঞ্জন ক্রিকেট জগতে

breakingnews ক্রীড়া দেশ

নিউজ পোল স্পোর্টস ব্যুরো : ভারতীয় ক্রিকেট মধ্যে একের পর এক বিয়ে ভাঙার খবর সামনে আসছে। গত বছর মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়ার বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এই বছরের শুরুতে যুগবেন্দ্র চাহাল ও মণীশ পান্ডের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। এরপর সেই তালিকায় যোগ হতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। তাঁর স্ত্রী আরতি আহলাওয়াতের সঙ্গে দীর্ঘ ২০ বছরের বৈবাহিক সম্পর্ক ভাঙতে চলেছে। শুক্রবার সেই খবর প্রকাশ্যে এসেছে। ইনস্টাগ্রামে দুজন দুজনকেই আনফলো করেছেন। এরপর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে চাপা গুঞ্জন উঠেছে।

দীর্ঘ ৭ বছর সম্পর্কে থাকার পর ২০০৪ সালে বিবাহ বন্ধনে অবোধ হন সেওয়াগ ও আরতি। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে। ২০০৭ সালে জন্ম হয় আর্যবীরের ও ২০১০ সালে জন্ম হয় বেদান্তের। সেহবাগের দুই ছেলে এখন ক্রিকেট খেলে।তাঁরা একবার সংবাদমাধ্যমকে বলেন, বিয়ের পরে তাঁদের সম্পর্ক ছিল ভাই-বোনের মতো, পরে তাঁরা ধীরে ধীরে স্বামী-স্ত্রীর সম্পর্কে রূপ পায়। তবে সেই সম্পর্ক এবার ভাঙতে চলেছে। সম্প্রতি তাঁরা ইনস্টাগ্রামে দুজন দুজনকে আনফলো করেছেন।তারপর থেকেই তাঁদের বিয়ে ভাঙার খবর জোরালো হচ্ছে। সেহওয়াগ ঘনিষ্ঠ সূত্রে খবর, সেহওয়াগ ও আরতি দুজনেই গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন।

উল্লেখ্য, ভারতের হয়ে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স এখনো উল্লেখযোগ্য। ২০০৭ সালে তাঁর বড়ো ছিল আর্যবীরের জন্মের পর ঘরোয়া ক্রিকেটে নজর করেছিল তিনি। ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তাঁর। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে মাত্র ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওই ইনিংসে তাঁর মোট ব্যক্তিগত রান ছিল ৩১৯, যার মধ্যে ৪২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি ছিল।