নিউজ পোল বিনোদন ব্যুরো: নব্বইয়ের দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি এক সময় গ্ল্যামারের শিরোনামে ছিলেন। গ্ল্যামারের পাশাপাশি অপরাধমূলক কাজেও তাঁর নাম জড়িয়েছিল। ‘করণ অর্জুন’, ‘সবসে বড়া খিলাড়ি’, ‘বাজিগর’-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এরপর হঠাৎ করেই তিনি রুপালি জগৎ থেকে সরে যান। এবার তাঁকে মহাকুম্ভ মেলায় (Kumbh Mela) দেখা গেল।
Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান
শোনা যাচ্ছিল, বহু বছর ধরেই তিনি আধ্যাত্মিক জীবনযাপন করছিলেন। কিন্তু কখনও প্রকাশ্যে আসেননি। তবে এবার তাঁকে মহাকুম্ভ মেলায় (Kumbh Mela) দেখা গেল। সেখানে গিয়ে সম্পূর্ণভাবে সন্ন্যাস জীবন বেছে নিলেন তিনি। এহনো অভিনেত্রীর এই রূপে উন্মাদনা ছড়িয়ে পড়েছে তাঁর ভক্তমহলে।

২০২৫ সালে আয়োজিত প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় (Kumbh Mela) হাজির হয়েছিলেন মমতা কুলকার্নি। সেখানেই তিনি একদল সাধুসন্তের সংস্পর্শে এসে সন্ন্যাস গ্রহণের সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, এক বিশিষ্ট গুরুজির কাছ থেকে দীক্ষা গ্রহণের পর, নতুন নামও পেয়েছেন তিনি। তবে তাঁর নতুন নাম এখনও প্রকাশ্যে আসেনি। মমতা কুলকার্নি দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক পথে ছিলেন।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
২০১৩ সাল থেকেই তাঁর জীবনধারা বদলে গিয়েছিল। গ্ল্যামার দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে তিনি একান্তে ধর্ম ও যোগসাধনায় নিজেকে নিযুক্ত করেছিলেন। মহাকুম্ভ মেলায় এসে তিনি চূড়ান্তভাবে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এক সময়ের জনপ্রিয় নায়িকা মমতা কুলকার্নির জীবন নানা বিতর্কে ঘেরা। তাঁর নাম মাদক চক্রের সঙ্গে জড়িয়েছিল, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছিলেন। এরপর জানা যায় তিনি বলিউড ছেড়ে চলে যান এবং আধ্যাত্মিকতা গ্রহণ করেন। তিনি ‘অটোবায়োগ্রাফি অফ এ সন্ন্যাসিন’ নামে একটি বইও লিখেছেন, যেখানে তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানিয়েছেন।
https://www.youtube.com/@newspolebangla
সূত্রের খবর অনুযায়ী, মহাকুম্ভ মেলায় সাধুসন্তদের সঙ্গে কয়েকদিন থাকার পরই মমতা কুলকার্নি চিরতরে সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি জানিয়েছেন, গ্ল্যামারের মোহ তাঁর মধ্যে বহু আগেই শেষ হয়ে গিয়েছিল। এখন থেকে তিনি ঈশ্বরসাধনায় জীবন কাটাবেন এবং বাকি জীবন মানবসেবায় নিবেদন করবেন। মমতা কুলকার্নির সন্ন্যাস গ্রহণ বলিউড মহলে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে শ্রদ্ধা জানালেও, কিছু ভক্ত এই খবরে হতাশ হয়েছেন। তবে অভিনেত্রী জানিয়েছেন, তিনি বহু বছর ধরে আধ্যাত্মিকতার পথে হাঁটছিলেন। মহাকুম্ভ মেলায় এসে সেই পথই চূড়ান্তভাবে গ্রহণ করলেন।