নিউজ পোল ব্যুরো: ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল কর্মী। মালদার পর এবার দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas) । ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের নোদাখালি থানার ডোঙারিয়া মনসাতলা এলাকায়। গুলিবিদ্ধ তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডল। শনিবার প্রকাশ্যে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নোদাখালিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Summer Tips: সস্তায় পুষ্টি? দিদিমার পুরনো কৌশলেই মিলবে সমাধান
সূত্রের খবর, শনিবার সকালে কাজে যাচ্ছিলেন তৃণমূল নেতা। তখনই তাঁকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
তবে কী কারণে দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) তৃণমূল কর্মীকে গুলি চালাল স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক শত্রুতা তা নিয়ে নোদাখালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দিন দুপুরে এমন ঘটনা পূর্ব পরিকল্পিত হতে পারে। সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক শত্রুতার কারণে এই হামলা চালিয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য, মালদহে দুলাল সরকার খুনের পর মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় এমন গুলি চালানোর ঘটনায় রাজনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার নেপথ্যে শাসকদলের গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন অনেকেই।
তবে কী কারণে দুষ্কৃতীরা ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত কোনও শত্রুতা নাকি এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক কোনও অভিসন্ধি রয়েছে, তা-ও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালি থানার পুলিস। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।