নিউজ পোল ব্যুরো : বিশ্ব ক্রিকেটে অন্যতম ভয়ঙ্কর প্রেসার হিসেবে পরিচিত যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর সুইং, ইয়র্কার এবং নিখুঁত লাইন-লেন্থ যেকোন ব্যাটসম্যানের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করেছেন এই ভারতীয় প্রেসার। তবে ক্রিকেট মাঠের বাইরে এক বিশেষ মুহূর্তের জন্য তিনি এখন আলোচনার কেন্দ্রে।
Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্রিটিশ বিখ্যাত ব্যান্ড কোল্ড প্লের কনসার্ট ছিল। সেই কনসার্টে উপস্থিত ছিলেন যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) । তাঁর উপস্থিতি নজর এড়ায়নি ব্যান্ডের লিড ভোকাল ক্রিস মার্টিনের। হঠাৎ করেই মার্টিন মঞ্চ থেকে বলে ওঠেন, ‘যশপ্রীত বুমরাহ, তুমি ইংল্যান্ডকে গুঁড়িয়ে দাও!’ এই কথা বলার পরই কোল্ডপ্লে একটি বিশেষ গান পরিবেশন করে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

সোশাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে, আর ক্রিকেটপ্রেমীরা এই ভিডিও দেখে বেশ মজা পাচ্ছেন। কেউ লিখেছেন, ‘বুমরাহ শুধু ক্রিকেট মাঠেই নয়, সারা বিশ্বেই তার প্রভাব বিস্তার করছে!’ কেউ আবার মজার ছলে বলেছেন, ‘ইংল্যান্ডের শুধু ব্যাটসম্যানরা নয়, কোল্ডপ্লেও বুমরাহকে ভয় পায়।’ বুমরাহ নিজেও এই ঘটনায় বেশ উচ্ছ্বসিত। কনসার্টের পর তিনি কোল্ডপ্লের সঙ্গে ছবি তোলেন এবং নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য মুহূর্ত! কোল্ডপ্লের লাইভ পারফরম্যান্স উপভোগ করলাম, আর এরকম একটা চমকপ্রদ অভিজ্ঞতা পেলাম।’
https://www.youtube.com/@newspolebangla
উল্লেখ্য, কিছুদিন আগে মুম্বইয়ের কোল্ড প্লের কনসার্টে বুমরাহর আগুনে বোলিংয়ের ভিডিও দেখানো হয়েছিল। এমনকি অনুষ্ঠান চলাকালীন গান থামিয়ে ক্রিস মার্টিন বলেন, ‘বুমরাহ বিষের সেরা বোলার। আমরা তাঁকে খুব ভালোবাসি। এরপর সেই মুহূর্তের ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বুমরাহ লেখেন, ‘এমন সম্মান পেয়ে আমি সত্যি খুবই অভিভূত।’ এই ঘটনা প্রমাণ করে, ক্রিকেট কেবল খেলা নয়, বরং এটি সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। বুমরাহের বোলিং যেমন প্রতিপক্ষকে ধ্বংস করে, তেমনি তার জনপ্রিয়তাও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এখন দেখার বিষয়, মাঠে তিনি কেমন পারফর্ম করেন এবং আবারও কি ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিতে পারেন কিনা।