Train: দুই বগির মাঝে আগুন

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: সোমবার সাতসকালে শিয়ালদহ – হাসনাবাদ শাখার ট্রেনে (Train) ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সণ্ডালিয়া স্টেশনে দঁড়ানো অবস্থায় ট্রেনের (Train) দুই বগির মাঝের কেবল থেকে আগুন বের হতে দেখে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ভয় পেয়ে চিৎকার করতে থাকেন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ থেকে হাসনাবাদের দিকে যাওয়া সকাল ৬:৪০ – এর লোকাল ট্রেন। যাত্রীরা জানান, সণ্ডালিয়া ও বেলিয়াঘাটা স্টেশনের মাঝের রাস্তায় ট্রেনের দুই কামরার সংযোগস্থল থেকে আগুন বেরোতে দেখেন। এই দৃশ্য দেখে ট্রেনের ভিতরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

সোমবার সকালে সন্ডালিয়া স্টেশনে একটি ট্রেনে আগুনের ফুলকি দেখা যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যাত্রীরা চিৎকার করে চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। ট্রেনটি সন্ডালিয়া স্টেশনে ঢোকার পর চালক ট্রেন থামিয়ে দেন। যাত্রীরা নেমে পড়েন এবং খবর পাঠানো হয় রেল দফতর। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পরীক্ষা করে দেখা যায়, ট্রেনের ব্রেক এবং কেবলের মাঝখানে জমে থাকা ময়লার কারণে ঘর্ষণ থেকে আগুনের ফুলকি তৈরি হয়েছে। ঘটনাটি চিন্তার কিছু নয় বলে রেল কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও, যাত্রীদের মধ্যে আতঙ্ক থামেনি।আধিকারিকরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সমস্যাটি সমাধান করেন। এর পর ট্রেনটি তার গন্তব্য হাসনাবাদের দিকে রওনা দেয়। তবে এই ঘটনায় প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

Blood Pressure: রান্নাঘরের মশলা আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে রাখতে পারে!

রেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বারবার বলছেন যে, এটি বড় কোনও বিপদের কারণ নয়। কিন্তু যাত্রীরা এই ঘটনার জন্য রেলের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, ট্রেনগুলির সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় এমন ঘটনা ঘটছে, যা আতঙ্কের পরিবেশ তৈরি করছে। প্রায় আধঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর শেষমেশ ট্রেনটি নিরাপদেই হাসনাবাদ পৌঁছায়।